CBI

বিজেপি কর্মী খুনে তদন্তে এল সিবিআই

প্রাথমিকভাবে জন্মেঞ্জয়কে নিজেদের দলীয় কর্মী বলে দাবি করে মারিশদা থানায় অভিযোগ করেছিলেন কালিপদ শীট নামে স্থানীয় এক সিপিএম নেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মারিশদা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ০৮:১১
Share:

প্রতীকী চিত্র।

বিধানসভা ভোটের দ্বিতীয় পর্বের আগে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করল সিবিআই। মঙ্গলবার কাঁথি-৩ ব্লকের মশাগাঁ এলাকায় যায় সিবিআইয়ের প্রতিনিধিদল। বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাদের ফোন নম্বর ও নাম-ঠিকানা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। ওই গ্রাম থেকে নিহত বিজেপি কর্মীকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। পাশাপাশি ভাজাচাউলি এলাকায় ঘুরেও বিভিন্ন তথ্য সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা।

Advertisement

প্রসঙ্গত, ৩০ মার্চ বিধানসভার দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের আগে কাঁথি-৩ ব্লকের ভাজাচাউলিতে জন্মেঞ্জয় দোলুই নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে জন্মেঞ্জয়কে নিজেদের দলীয় কর্মী বলে দাবি করে মারিশদা থানায় অভিযোগ করেছিলেন কালিপদ শীট নামে স্থানীয় এক সিপিএম নেতা। পরে নিহতের ছেলে সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। উল্লেখ্য, দিন কয়েক আগে সিবিআই ১১ জন তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে। এলাকায় গিয়ে তদন্তের পাশাপাশি অভিযোগকারী সিপিএম নেতা কালিপদ শীটকেও পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গিয়েছে।

এদিন সিবিআই তদন্ত চলাকালীন যাতে কোনও অশান্তি না হয় তার জন্য গোটা এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কাঁথির এসডিপিও সোমনাথ সাহা বলেন, ‘‘মারিশদায় একটি রাজনৈতিক খুনের ঘটনায় তদন্ত করতে সিবিআই প্রতিনিধিদল গিয়েছিল। নিয়ম মেনে আমরা নিরাপত্তার বন্দোবস্ত করেছিলাম।’’

Advertisement

সিবিআই তদন্তের কথা স্বীকার করে মামলার অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা তথা কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ বেজ বলেন, ‘‘সিবিআই এলাকায় গিয়ে তদন্ত করেছে শুনেছি।’’ এদিনের তদন্ত প্রসঙ্গে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, ‘‘সিবিআই ওই খুনের ঘটনার ব্যাপারে আমাদের কাছেও কিছু নথি চেয়েছিল। সেগুলি আমরা পৌঁছে দিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement