BJP

এ বার ন্যায্য মূল্যের দাবিতে রাস্তায় আলু ঢেলে বিক্ষোভ অবরোধ বিজেপির কিসান মোর্চার

মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার ধেড়ুয়া এলাকায় বৃহস্পতিবার পথ অবরোধ করেন বিজেপি কিসান মোর্চার সদস্যরা। মোর্চার সদস্যরা রাস্তায় আলু ঢেলে পথ অবরোধ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৪
Share:

বিজেপির কিষান মোর্চার বিক্ষোভ। নিজস্ব চিত্র।

বেশি দাম দিয়ে বীজ কিনে চাষ করার পরও সঠিক মূল্য পাচ্ছেন না। অথচ সেই ফসলই বাজার থেকে কিনতে গেলে অনেক বেশি দাম দিতে হচ্ছে। এই অভিযোগ তুলে এবং আলু, ধানের ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলনে নামল বিজেপির কিসান মোর্চা।

Advertisement

মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার ধেড়ুয়া এলাকায় বৃহস্পতিবার পথ অবরোধ করেন বিজেপি কিসান মোর্চার সদস্যরা। মোর্চার সদস্যরা রাস্তায় আলু ঢেলে পথ অবরোধ করেন।

চড়া দামে আলুর বীজ কিনে চাষ করার পরেও ৪০০ থেকে ৫০০ টাকা প্রতি কুইন্টালে আলু বিক্রি করতে হচ্ছে কৃষকদের। ফলে আর্থিক লাভের মুখ দেখতে পাচ্ছেন না তাঁরা। কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে আলু কেনার দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ চলে কিসান মোর্চার। তাতে শামিল হন স্থানীয় কৃষকরাও। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর অবরোধ তুলে নেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement