টক্কর: টিএমসিপি-র পতাকা তখনও উড়ছে। তারই মধ্যে মালা দিতে হাজির বিজেপি-র যুব মোর্চার নেতা-কর্মীরা। মেদিনীপুর কলেজ মোড়ে সুভাষচন্দ্রের মূর্তিতে। ছবি: সৌমেশ্বর মণ্ডল
তৃণমূল-বিজেপি গোলমালে উত্তপ্ত হয়ে উঠল নারায়ণগড়ের মকরামপুর। শুক্রবার রাতের এই গোলমাল থামাতে গিয়ে আহত হলেন এক এএসআই-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মীও।
শুক্রবার নারায়ণগড়ের চেঙ্গায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা থেকে ফেরার সময় মকরামপুরে গন্ডগোল বাধে। তৃণমূলের অভিযোগ, বিজেপি তাদের দলীয় কার্যালয়ের সামনে এসে গোলমাল শুরু করে। ভাঙচুর করা হয় কার্যালয়ের আসবাবপত্র। পাল্টা অভিযোগ তুলেছে বিজেপিও। তাদের বক্তব্য, রাজ্য সভাপতির সভায় যাওয়ার পথে তৃণমূলের লোকজন দলের এক কর্মীকে মারধর করে। তাঁর মোটরবাইকও ভাঙচুর করা হয়। আহত হন বিজেপির যুব মোর্চার সদস্য তুষারকান্তি মাহালা। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অভিযোগ, তার পাল্টা হিসেবে বিজেপির লোকজন সভা থেকে ফেরার পথে মকরামপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে এসে গোলমাল শুরু করে।
পুলিশ জানিয়েছে, রাতের ঘটনায় একজন এএসআই-সহ পাঁচজন পুলিশ আহত হয়েছে। খড়্গপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার জানান, ‘‘অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।’’
এ দিন পুলিশ সারাদিন অভিযান চালিয়ে চারজন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, মারধরের ঘটনায় এই গ্রেফতার।
তৃণমূলের মকরামপুর অঞ্চল সভাপতি নাকফুড়ি মুর্মু বলেন, ‘‘কার্যালয়ে দলীয় বৈঠক চলছিল। সেই সময় ওরা গাড়িতে করে এসে ইট, পাথর ছুড়তে থাকে। গালিগালাজ করে। আমরা প্রতিরোধের চেষ্টা করি। পুলিশে খবর দেওয়া হয়।’’ নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। তখনই আহত হন পুলিশের বেশ কয়েকজন। তৃণমূলের বক্তব্য, বিজেপির হামলায় পুলিশ আধিকারিক আহত হয়েছেন। তাঁর মাথায় আঘাত রয়েছে। তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ বলেন, ‘‘বিজেপির লোকজন এসে কার্যালয়ের সামনে থাকা পতাকা ছেঁড়ে। পরে গোলমাল শুরু করে। পুলিশ এলে তাদের উপরেও চড়াও হয়।’’ তবে বিজেপি এই অভিযোগ মানেনি। দলের নারায়ণগড় উত্তর মণ্ডলের সভাপতি সত্যজিৎ দে বলেন, ‘‘তৃণমূলের মারেই পুলিশ আহত হয়েছে। বিজেপির উপর মিথ্যে অভিযোগ আনছে তৃণমূল। তৃণমূলের মারে আমাদের কয়েকজন আহত হয়েছেন।’’
পুলিশ আহত হওয়ার পরে খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় আসে। চলে ধরপাকড়। শনিবার সারাদিন এলাকায় টহলদারি চালায় পুলিশ। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হয়।