BJP

দিলীপ গুন্ডা! পথে-প্রতিবাদে বিজেপি 

বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো অভিষেক যেভাবে তাঁদের রাজ্য সভাপতির উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন তা নিন্দার অযোগ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ০৪:৪৫
Share:

অবরোধ। নিজস্ব চিত্র।

দিলীপ ঘোষকে ‘গুন্ডা’ বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে খড়্গপুরের কৌশল্যা মোড়ে পথ অবরোধ করল বিজেপি। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলে।

Advertisement

বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো অভিষেক যেভাবে তাঁদের রাজ্য সভাপতির উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন তা নিন্দার অযোগ্য। এমন মন্তব্য করে তিনি মেদিনীপুরের সাংসদ নয়, যাঁরা দিলীপকে জিতিয়েছেন সেই মানুষের অপমান করেছেন বলে দাবি গেরুয়া শিবিবের। এ দিন বিজেপির প্রতিবোদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন দলের খড়্গপুর (শহর) বিধানসভার সংযোজক অভিষেক আগরওয়াল, জেলা নেতা গৌতম ভট্টাচার্য, স্থানীয় কাউন্সিলর বেলারানি অধিকারী প্রমুখ। অভিষেকের দাবি, “খড়্গপুরের মানুষ যাঁকে ৫০ হাজার ভোট লিড দিয়ে জিতিয়েছে তাঁকে গুন্ডা বলা মানে শহরের মানুষের অপমান। মানুষ জানে কারা রেলশহরে গুন্ডাগিরি করছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement