Nandigram

Nandigram : নন্দীগ্রামে বিজেপি-র মিছিলে হামলা, অভিযোগ ওড়াল তৃণমূল, আহত দু’পক্ষের অনেকে

সোমবার একটি কর্মসূচি ঘিরে পুলিশের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে শাসক-বিরোধী দু’পক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২৩:২৭
Share:

নিজস্ব চিত্র

নন্দীগ্রামে মিছিলে হামলার অভিযোগ তুলল বিজেপি। সোমবার একটি কর্মসূচি ঘিরে পুলিশের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে শাসক-বিরোধী দু’পক্ষ। বিজেপি-র অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীদের লাঠির ঘায়ে তাদের দলের বেশ কয়েকজন আহত হয়েছেন। পাল্টা তৃণমূল বলছে, তাদের কর্মীদের উপর চড়াও হয়েছিল বিজেপি, সেই হামলায় আহত হয়েছেন তৃণমূলের বেশ কয়েকজন।

Advertisement

সোমবার কলকাতায় ‘বাংলা বাঁচাও’ কর্মসূচির সময় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি-র কর্মী সমর্থকদের গ্রেফতারের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভে নামে বিজেপি। শুভেন্দুর খাসতালুক নন্দীগ্রামেও এমনই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। বিজেপি-র অভিযোগ, এই বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার মুখে আচমকাই তাঁদের ওপর লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তৃণমূলের একঝাঁক নেতাকর্মী। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে থাকা বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল জানান, ‘‘আচমকা হামলায় আমি ও দলের জনা দশেক নেতা-কর্মী জখম হন। সবাইকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় তৃণমূলের নেতার মদতেই এই হামলা চালিয়েছে তৃণমূলের গুণ্ডারা। ওরা প্রচারের গাড়ি, মাইকও ভেঙে দিয়েছে।’’

আরও পড়ুন:

অন্য দিকে নন্দীগ্রাম ২ ব্লকের তৃণমূলের সভাপতি মহাদেব বাগের পাল্টা দাবি, ‘‘বিক্ষোভ কর্মসূচির নামে বিজেপি-র লোকেরা তৃণমূলের দলীয় কার্যালয়ের দিকে তেড়ে এসেছিল। সেই সময় তৃণমূলের ছেলেরা ওদের রুখে না দিলে আরও বড় ঝামেলা বাঁধতে পারত। কিন্তু সেই সময়েই বিজেপি-র হামলায় কয়েককজন তৃণমূল কর্মী জখম হয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement