ভ্যানের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

সিআরপিএফের পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক মোটর বাইক চালকের। রবিবার সকালে বেলপাহাড়ির মুড়ানশোলে ঘটনাটি ঘটে। মৃতের নাম রাজীব মর্দ্দন্যা (৩৬)। তাঁর বাড়ি বিনপুরের শিলদায়। তিনি শিলদায় একটি বেবি ফুডের দোকানের কর্মী ছিলেন। এদিন সকালে শিলদা থেকে মোটর বাইক চালিয়ে ব্যবসায়িক কাজের প্রয়োজনে বেলপাহাড়ি যাচ্ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০০:৫৮
Share:

সিআরপিএফের পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক মোটর বাইক চালকের। রবিবার সকালে বেলপাহাড়ির মুড়ানশোলে ঘটনাটি ঘটে। মৃতের নাম রাজীব মর্দ্দন্যা (৩৬)। তাঁর বাড়ি বিনপুরের শিলদায়। তিনি শিলদায় একটি বেবি ফুডের দোকানের কর্মী ছিলেন।

Advertisement

এদিন সকালে শিলদা থেকে মোটর বাইক চালিয়ে ব্যবসায়িক কাজের প্রয়োজনে বেলপাহাড়ি যাচ্ছিলেন তিনি। মোটর বাইকে রাজীববাবুর এক সঙ্গীও ছিলেন। মুড়ানশোলের কাছে উল্টোদিক থেকে আসা শিলদাগামী সিআরপি’র একটি পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকটিকে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। ওই ঘটনায় গুরুতর জখম হন রাজীববাবু ও তাঁর সঙ্গী। পিক আপ ভ্যানটির আরোহী সিআরপি’র ৮ জওয়ানও জখম হন। আশঙ্কাজনক অবস্থায় রাজীববাবুকে প্রথমে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। মেদিনীপুরে নিয়ে যাওয়া হলে চিকিত্‌সকরা রাজীববাবুকে মৃত বলে ঘোষণা করেন।

দু’জন সিআরপি জওয়ানকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। রাজীববাবুর সঙ্গীও ঝাড়গ্রাম হাসপাতালে চিকিত্‌সাধীন। বাকিদের প্রাথমিক চিকিত্‌সার পরে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement