গোপীবল্লভপুরে বিজেপির সভা। - নিজস্ব চিত্র
বৃহস্পতিবার বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার কনভয়ে হামলার অভিযোগে শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি নেয় দলের রাজ্য নেতৃত্ব। তার একটিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী 'হামলার রানি' বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি ভারতী ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার গোপীবল্লভপুরে ভারতী বলেন, "একজন জেট প্লাস কেটাগরির নেতা যখন এ রাজ্যে নিরাপত্তা পায় না তখন সাধারণ মানুষের অবস্থা তো আরও খারাপ।" এর পরে মমতার উদ্দেশে ভারতী বলেন, "উনি তো পুলিশ মন্ত্রী, সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাঁর।"
শুক্রবার ভারতীর সভায় বিভিন্ন দলের কয়েকজন সদস্য বিজেপিতে যোগ দেন বলেও জানা গিয়েছে। সেই সভা থেকে তৃণমূলকে কটাক্ষ করে ভারতী বলেন, "দুর্নীতি ও সন্ত্রাসের সরকার চলছে এ রাজ্যে। গলি গলি হ্যায় শোর, দুয়ারে দুয়ারে চাল চোর।" একই সঙ্গে তৃণমূল সরকার মানুষের কাছে প্রতিশ্রুতি রক্ষা করেনি বলেও অভিযোগ তোলেন। বলেন, "স্কুল হয়নি, অলোচিকি ভাষায় শিক্ষক নিয়োগ হয়নি। আদিবাসীদের কোনও জায়গা নেই। মানুষকে বঞ্চিত করেছে এই সরকার।"