বিরোধীশূন্য ১৭ পঞ্চায়েত

ভোটের ঢের আগে জয়ের হাসি তৃণমূলে

মনোনয়ন পর্বেই অধিকাংশ আসনে বিরোধীরা প্রার্থী দিতে না পারায় সেই লক্ষ্য পূরণ হওয়ার দিকে একধাপ এগিয়েও ছিলেন। কিন্তু জয়ের পথে ‘কাঁটা’ হয়েছিল বিরোধী বামফ্রন্ট, বিজেপি কিংবা দলেরই বিক্ষুদ্ধ নির্দলরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ১৮:২৬
Share:

প্রতীকী ছবি।

পাঁশকুড়ার মাইশোরা, কেশাপাট গ্রাম পঞ্চায়েতে বিরোধীশূন্য ভাবে দখলের লক্ষে ঝাঁপিয়েছিলেন শাসক দলের স্থানীয় নেতারা। মনোনয়ন পর্বেই অধিকাংশ আসনে বিরোধীরা প্রার্থী দিতে না পারায় সেই লক্ষ্য পূরণ হওয়ার দিকে একধাপ এগিয়েও ছিলেন। কিন্তু জয়ের পথে ‘কাঁটা’ হয়েছিল বিরোধী বামফ্রন্ট, বিজেপি কিংবা দলেরই বিক্ষুদ্ধ নির্দলরা। শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে সেই কাঁটা উপড়ে ফেলে লক্ষ্য পূরণের হাসি ফুটল শাসকদলের নেতাদের মুখে।

Advertisement

তবে শুধু পাঁশকুড়ার মাইশোরা, কেশাপাট নয় পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ ব্লকের ৮টি, সুতাহাটা ব্লকের ৬টি গ্রামপঞ্চায়েত, কাঁথি-৩ ব্লকের ভাজাচাউলি-সহ বিভিন্ন এলাকা মিলিয়ে জেলায় মোট ১৭ টি গ্রাম পঞ্চায়েত বিরোধীশূন্য ভাবে দখল করেছে শাসকদল তৃণমূল। এছাড়াও সুতাহাটা, নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতি দখল করেছে তৃণমূল।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোনয়ন জমা পর্বে পাঁশকুড়ার মাইশোরা গ্রাম পঞ্চায়েতের ২২টি আসনের মধ্যে ২০টি আসনে বিরোধীরা প্রার্থী দিতে না পারায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয় ছিল কেবল সময়ের অপেক্ষা। বাকি ২টি আসনে বামফ্রন্ট বিরোধী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিল। একইভাবে পাশের কেশাপাট গ্রামপঞ্চায়েতের ২২টি আসনের মধ্যে ১৬টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়ে যায় শাসকদলের। ৬টি আসনে বিরোধী হিসাবে ছিল বামফ্রন্ট ও বিজেপি প্রার্থীরা। দুই পঞ্চায়েতে বিরোধীশূন্য ভাবে জয়ের লক্ষ্যে ঝাঁপায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মনোনয়ন প্রত্যাহার পর্বের শেষ দিন ছিল শনিবার। শেষদিনে বিরোধী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় তৃণমূলের সেই লক্ষ্য পূরণ হয়েছে।

Advertisement

তৃণমূল ও প্রশাসম সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের মোট ২০৮টি পঞ্চায়েত আসনের মধ্যে ৯৯টি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। মাইশোরা, কেশাপাট গ্রাম-পঞ্চায়েত বিরোধীশূন্য ভাবে জেতা পাঁশকুড়া-১, গোবিন্দনগর ও প্রতাপপুর-১ পঞ্চায়েতে অধিকাংশ আসনে জিতে ক্ষমতা দখল করেছে তৃণমূল। অন্যদিকে সুতাহাটা ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েতের ৮৯ টি গ্রাম পঞ্চায়েতের সবকটি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। ৬টি গ্রামপঞ্চায়েতই বিরোধীশূন্য ভাবে জিতেছে তৃণমূল। নন্দীগ্রাম-১ ব্লকের ১০টি গ্রামপঞ্চায়েতের মধ্যে ৮ টি বিরোধীশূন্য ভাবে জিতেছে তৃণমূল। বাকি দু’টির মধ্যে থাকা কেন্দেমারি গ্রাম পঞ্চায়েতের মাত্র ২টি আসনে ও নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের মাত্র ১টি পঞ্চায়েত আসনে বিরোধী প্রার্থী থাকায় ভোট হবে। এই ২টি পঞ্চায়েতের ক্ষমতা দখল নিশ্চিত করেছে তৃণমূল ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement