ভোট কবে! সাধারণ মানুষের মধ্যে ঝিমুনি ভাব

শুরু হয়েছে প্রচার। অথচ ভোটের দিনক্ষণ নিয়ে এখনও ধোঁয়াশা! যার জেরে পাড়ার মোড়ে, চায়ের দোকানে আড্ডায় তেমন জায়গা পাচ্ছে না ভোটের আলোচনা।

Advertisement

কাঁথি

শেষ আপডেট: ০৮ মে ২০১৮ ০১:৫৫
Share:

নন্দকুমারে ধিতাইবসান গ্রামে ভোটের প্রচার তৃণমূল প্রার্থীর। ছবি: পার্থপ্রতিম দাস

শুরু হয়েছে প্রচার। অথচ ভোটের দিনক্ষণ নিয়ে এখনও ধোঁয়াশা! যার জেরে পাড়ার মোড়ে, চায়ের দোকানে আড্ডায় তেমন জায়গা পাচ্ছে না ভোটের আলোচনা।

Advertisement

কাঁথি-৩, খেজুরি-১, ভগবানপুর-২এর বিভিন্ন এলাকার পরিস্থিতিটা এমনই। ভোটে কে জিতবে, তার বদলে ভোট কবে হবে, তা নিয়ে ‘চায়ে পে চর্চায়’ ব্যস্ত ওই এলাকার অধিকাংশ বাসিন্দা। ভগবানপুর-২ নম্বর পঞ্চায়েত সমিতির হাটুঁরিয়া বাজারে চায়ের দোকানে এক কৃষকের কথায়, ‘‘পঞ্চায়েত ভোট যে আসছে, বোঝাই যাচ্ছে না।’’ খেজুরি ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিএড ছাত্র পল্টু দাস বলেন, ‘‘ভোট আর হচ্ছে কোথায়? ও নিয়ে বিশেষ কোনও চিন্তা নেই।’’

নাম প্রকশে অনিচ্ছুক শাসক দলের এক নেতার কথায়, ‘‘ভোট নিয়ে মানুষের মধ্যে আগের মতো তেমন উৎসাহ নেই। কেমন একটা ঝিমুনি ভাব। সভাগুলিতেও আশানুরূপ লোক হচ্ছে না। আমার মনে হয়, পঞ্চায়েত ভোটের দিন নিয়ে টানাপড়েনের জেরেই উৎসাহে ভাটা পড়েছে।’’

Advertisement

তবে এতে শাসকদলের প্রচারে ঘাটতি থাকছে না। ভগবানপুর-২ নম্বর ব্লকের কার্যকরী সদস্য অশ্বিনী কুমার খাটুয়া বলেন, ‘‘আমাদের গ্রাম সংসদগুলিতে জোর কদমে প্রচার চলছে। জুখিয়াতে সম্প্রতি জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারীর সভা রয়েছে। প্রচার আমরা চালিয়েই যাচ্ছি।’’ কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির লাউদা গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল কংগ্রেস সমর্থকের কথায়, ‘‘ভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ঠিকই। তবে ভোট তো হবেই। তাই প্রচার তো আমাদের চালিয়ে যেতেই হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement