ঘিরে রাখা হয়েছে ভেঙে যাওয়া অংশ। নিজস্ব চিত্র।
সেতুর ম্যানহোলের ঢাকনা ভেঙে যাওয়ায় বিপর্যস্ত হল যান চলাচল। সোমবার সকালে নজরে আসে, ঘাটাল শহরের শিলাবতী নদীর উপর বিদ্যাসাগর সেতুর একটি ম্যানহোলের ঢাকনা ভাঙা। খবর পেয়ে দ্রু ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ম্যানহোলের উপর বসানো হয় অস্থায়ী ডিভাইডার। তারপর শুরু হয় যান চলাচল। পূর্ত দফতরে(সড়ক) সহকারী বাস্তুকার দেবব্রত সাহা বলেন, “কোনও কারণে ম্যানহোলের ঢাকনাটি ভেঙে গিয়েছে। দ্রুত সংস্কার করা হবে। দফতরের বিশেষজ্ঞের খবর দেওয়া হয়েছে।”
পুলিশ ও পূর্ত দফতর সূত্রে খবর, ১৯৬১ সালে ঘাটাল-পাঁশকুড়া রাস্তায় শিলাবতী নদীর উপর তৈরি হয় বিদ্যাসাগর সেতুটি। এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ু চলাচল করে। স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোরে সেতুর মাঝে ম্যানহোলের ঢাকনা ভেঙে যাওয়ায় বিপজ্জনক হয়ে পড়ে সেতুটি। খবর পেয়ে পুলিশ অস্থায়ী ডিভাইডার বসিয়ে যান চলাচল স্বাভাবিক করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পূর্ত দফতরের আধিকারিকরাও। পূর্ত দফতর সূত্রে খবর, সেতু মেরামতির জন্যই ওই ম্যানহোলটি তৈরি হয়েছিল। বহু দিনের পুরোনো ম্যানহোলের স্টিলের ঢাকনাটি কোনও কারণে ভেঙে গিয়েছে। দ্রুত সংস্কার হবে।’’