সফল: পুরস্কার হাতে নিজের স্কুলে অনিতা। নিজস্ব চিত্র
রাজ্যে প্রথম— বিষয়টা যে ঠিক কী, বুঝেই উঠতে পারেনি আট বছরের অনিতা বাগ। শুধু তার হাতে এসেছে নিজের ছবি দেওয়া একটি ট্রফি, মেডেল আর শংসাপত্র। আর জেনেছে গত বছর সে যে পরীক্ষা দিয়েছিল, তার ফল ভাল হয়েছে।
কাঁথি-১ ব্লকের আলালপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রাজ্য সরকার অনুমোদিত কলকাতার একটি সংস্থার মাধ্যমে ‘ওয়েস্টবেঙ্গল ট্যালেন্ট সার্চ’ পরীক্ষা দিয়েছিল ২০১৬ সালে নভেম্বরে মাসে। তখন অনিতা প্রথম শ্রেণি। অঙ্ক, বিজ্ঞান, বানান— সব বিষয়েই পরীক্ষা হয়েছিল মেধা অন্বেষণে। ফল বেরিয়েছে সম্প্রতি। সারা রাজ্যে প্রথম হয়েছে কাঁথির খুদে, লাজুক পড়ুয়াটি। ওই সংস্থাটিই অনিতার হাতে পুরস্কার তুলে দিয়ে গিয়েছে।
তবে অনিতা একা নয়। তার দুই সহপাঠী সৌম্যদীপ মণ্ডল ও সুদীপ্তা মণ্ডলও ভাল ফল করেছে। তারা পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সপ্তম হয়েছে। রাজ্য ভিত্তিক পরীক্ষায় স্কুলের এমন সাফল্যে খুশির শিক্ষকরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সজল প্রধান জানান, “অনিতা মেধাবী ছাত্রী। স্কুলের বার্ষিক পরীক্ষাতেও ভালো ফল করেছে।’’ অনিতার বাবা অসীম বাগ ক্ষুদ্র মৎস্যজীবী। ট্রলারে সাধারণ কর্মী হিসেবে সমুদ্রে মাছ ধরতে যান। মা অর্চনা বাগই মেয়ের পড়াশোনা দেখাশোনা করেন। তিনি বললেন “টিউশন দেওয়ার ক্ষমতা আমাদের নেই। স্কুলের শিক্ষক ভরসা। আর আমি যতটুকু পারি মেয়েকে দেখি।’’