যুবকের অপমৃত্যু

এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে সুতাহাটার মোহনপুর গ্রামে। জানা গিয়েছে মঙ্গলবার সকালে মোহনপুর থেকে কয়েক কিলোমিটার দূরে মণিরামপুর এলাকায় রেল লাইনের পাশে গুরুতর অসুস্থ অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। আমলাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মোহনপুর গ্রামের বাসিন্দা ওই যুবকের নাম শরিফুল ইসলাম শাহ (২৬)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সুতাহাটা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৫ ০০:৪৯
Share:

এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে সুতাহাটার মোহনপুর গ্রামে। জানা গিয়েছে মঙ্গলবার সকালে মোহনপুর থেকে কয়েক কিলোমিটার দূরে মণিরামপুর এলাকায় রেল লাইনের পাশে গুরুতর অসুস্থ অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। আমলাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মোহনপুর গ্রামের বাসিন্দা ওই যুবকের নাম শরিফুল ইসলাম শাহ (২৬)। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান কীটনাশক খেয়ে মৃত্যু হয়েছে তাঁর। এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ পুলিশের কাছs না হলেও, শরিফুলের মা সাকেরা বিবি জানিয়েছেন, ছেলের বৌয়ের সঙ্গে অশান্তি চলছিল। বিবাহ বিচ্ছেদ চাওয়ায় শ্বশুরবাড়ির লোকজন ছেলের কাছে নগদ ৮০ হাজার টাকা ও সোনার গয়না চেয়েছিল। সে নিয়ে সালিশি সভাও হয়েছিল বলে তাঁর অভিযোগ। এমনকী ছেলের শ্বশুরবাড়ি থেকে হুমকিও দেওয়া হত। তিনি বলেন, ‘‘মঙ্গলবারই ওই টাকা দিয়ে দেওয়ার কথা ছিল। শ্বশুরবাড়ির লোকেরাই ছেলেটাকে খুন করেছে।’’

Advertisement

তবে হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ সিংহ জানান, ‘‘এখনও পর্যন্ত এ বিষয়ে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।’’ তৃণমূল পরিচালিত কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িও একই গ্রামে। তাঁর স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা নির্মল ভৌমিক স্বীকার করেছেন, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছিল। তাই গ্রামের লোকজন সালিসি সভা করেছিলেন। আমিও সেখানে উপস্থিত ছিলাম। সেখানে ৮০হাজার টাকা মেয়ের বাবার হাতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিলও। তিনি বলেন, ‘‘এ দিন মর্মান্তিক ঘটনা ঘটেছে। কী কারণে যুবকের মৃত্যু হল তা পুলিশ তদন্ত করে দেখুক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement