Elephant

দলছুট দাঁতালকে বাগে আনতে গিয়ে হাতির নীচে পড়লেন বন আধিকারিক! শুঁড় ধরে প্রাণে বাঁচলেন

দাঁতাল হাতিটি দলছুট হয়ে মেদিনীপুরের মুরাকাটা, গোপগড়-সহ মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলঘেরা গ্রামে ঘোরাঘুরি শুরু করে। আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১৯:২১
Share:

দাঁতালের আঘাতে আহত ওই বন আধিকারিক চিকিৎসাধীন রয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজে। —নিজস্ব চিত্র।

মেদিনীপুরে আবার দাঁতাল হাতিকে ঘিরে উত্তেজনা। একটি দলছুট দাঁতাল হাতিকে বাগে আনতে গিয়ে আক্রান্ত হলেন এক বন আধিকারিক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার মধ্যেই ওই হাতি ঢুকে পড়েছে গোপগড় পার্কে।

Advertisement

কয়েক দিন ধরেই মেদিনীপুর বন বিভাগ এলাকায় হাতির দাপাদাপি বেড়েছে। মঙ্গলবার একটি দাঁতাল হাতি দলছুট হয়ে মুরাকাটা, গোপগড়-সহ মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলঘেরা গ্রামে ঘোরাঘুরি শুরু করে। আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। কারণ, দিন কয়েক আগে হাতির হানায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েক জন। সেই হাতিকে বাগে আনার চেষ্টা করছিলেন বন আধিকারিকরা। সেই সময় মেদিনীপুর বন বিভাগের পাপন মোহান্তি নামে এক রেঞ্জার দলছুট দাঁতালের সামনে পড়ে যান। হাতির আক্রমণে গুরুতর জখম হয়েছেন তিনি। সূত্রের খবর, তাঁর উপর তিন বার আক্রমণ করে হাতিটি। তৃতীয় বারে মাটিতে পড়ে যান তিনি। হাতিটির তাঁর উপরে পড়ে যায়। সেই সময় দাঁত দিয়ে হাতিটি পাপনকে আক্রমণ করে। পাপন হাতির শুঁড় চেপে ধরে কোনও রকমে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসেন। বন দফতর সূত্রে খবর ওই হাতিটির বয়স ৭-৮ বছর হবে।

৩ মাস আগে গত ২৭ ডিসেম্বর গোপগড় পার্কের ভেতর ঢুকে পড়েছিল একটি হাতি। মঙ্গলবার আবার ওই পার্কে ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হাতিটিকে বাগে আনতে সক্ষম হয়েছে বন দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement