এই ভাবেই মৃত অবস্থায় উদ্ধার হয়েছে হাতিটি। -নিজস্ব চিত্র।
মৃত অবস্থায় এক হাতি উদ্ধার হল মেদিনীপুরের খড়্গপুর বন বিভাগের অধীনে নিশ্চিন্তা জঙ্গলে। সোমবার সকালে খড়্গপুর ডিভিশনের কলাইকুন্ডা রেঞ্জের ক্ষেমাশুলি এলাকায় একটি দাঁতাল হাতি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দফতরে।
বন দফতর এবং পুলিশকর্মীরা কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। হাতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
কী ভাবে হাতির মৃত্যু, তা জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন বন দফতরের কর্মীরা। তার গায়ে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ডিএফও খড়্গপুর ডিভিশন শিবানন্দ রাম বলেন, “একটি মৃত হাতি উদ্ধার হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে কী ভাবে তার মৃত্যু হয়েছে।’’ হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই এলাকার বাসিন্দারা ভিড় জমান নিশ্চিন্তা জঙ্গলে।
আরও পড়ুন: প্যারাশুটে নামলে দক্ষিণ কলকাতার সাংসদ হতাম: অভিষেক