প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল সবংয়ে। মৃতের নাম তারাশঙ্কর মাসান্ত (৫১)। বৃহস্পতিবার সকালে সবংয়ের নওগা গ্রাম পঞ্চায়েতের চকগোপীনাথ গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার ভাইয়ের মধ্যে তারাশঙ্করবাবু মেজো। অভিযোগ, বছর কয়েক ধরেই তিনি প্রায় নিয়মিত মদ্যপান করতেন। প্রায় দিন রাতে বাড়িও ফিরতেন না তিনি। প্রতিদিনের মতো বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে পাশের গ্রাম কৃষ্ণপলাশিতে তাস খেলতে যান তারাশঙ্করবাবু। তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে একটি কাঁটাল গাছের তলায় তারাশঙ্করবাবুর দেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর মুখে চোট ছিল। এ দিন দেহ উদ্ধারের পরই স্থানীয় কংগ্রেস ও তৃণমূল সমর্থকেরা ঘটনাস্থলে যায়। তাঁরা দু’পক্ষই তারাশঙ্করবাবুকে নিজেদের দলের সমর্থক বলে দাবি করে। যদিও পরে তাঁরা দু’পক্ষই ফিরে যায়। মৃতের ছোট ভাই শিবশঙ্কর মাসান্তের অভিযোগ, “দাদা মদ্যপান করত। অনেকদিন রাতে বন্ধুদের বাড়িতে থেকেও যেত। আমরা ভেবেছিলাম সেই কারণে ওই দিন রাতেও বাড়ি ফেরেনি। কিন্তু সকালে এই ঘটনার খবর পাই। তাই এখনও থানায় কোনও অভিযোগ জানাইনি।” ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। খড়্গপুরের এসডিপিও কার্তিক মণ্ডল বলেন, “ময়না-তদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে ওই প্রৌঢ় মদ্যপান করতেন। তাই প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, মদ্যপ অবস্থায় গাছ থেকে পড়ে গিয়েও তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।”