TMC

সোমবার মুখ্যমন্ত্রীর সভার আগেই গোষ্ঠীকোন্দলের অভিযোগ খড়্গপুরে

তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘কোনও একটি গোলমালের খবর পেয়েছি। রবিবার ওঁদের নিয়ে বসে মিটিয়ে দেওয়া হবে। দু’পক্ষকেই ডাকা হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা খড়্গপুর

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ১২:৫২
Share:

তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘কোনও একটি গোলমালের খবর পেয়েছি। রবিবার ওঁদের নিয়ে বসে মিটিয়ে দেওয়া হবে। দু’পক্ষকেই ডাকা হয়েছে।’’ প্রতীকী ছিত্র

মুখ্যমন্ত্রীর সফরের আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠার অভিযোগ খড়্গপুরে। তৃণমূলের জেলা মুখপাত্র দেবাশিস চৌধুরী ওরফে মুনমুন এলাকার বিধায়ক প্রদীপ সরকারের এক অনুগামীকে চড় মারেন বলে অভিযোগ। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে এই গোলমালের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে শনিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়।

Advertisement

তৃণমূল যুব নেতারা শহরের ৯ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর সফর কর্মসূচিকে কেন্দ্র করে একটি সভা ডেকেছিলেন। সেই সভার জন্য মাইক বাঁধার কাজও শুরু হয়। অভিযোগ, জেলা তৃণমূলের মুখপাত্র মুনমুনকে সেখানে ডাকা হয়নি। সেই রাগে যুব নেতার উপর চড়াও হন মুনমুন। শহর যুব সভাপতি অসিত পালের অভিযোগ, ‘‘যখন সভায় ডাকা হয়, তখন আসে না। মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে ওয়ার্ডে রাজনৈতিক সভা বানচাল করার চেষ্টা করছে মুনমুন।’’ যদিও দেবাশিষ চৌধুরী বলেন, ‘‘গোষ্ঠীকোন্দলের মতো কোনও ঘটনা ঘটেনি।’’ এর থেকে বেশি কিছু বলতে চাননি তিনি। তবে জানিয়ে দিয়েছেন, ‘‘দলের সভা সফল করাই আমাদের মূল লক্ষ্য।’’

আরও পড়ুন : অপেক্ষার অবসান, মঙ্গলবার থেকেই ব্রিটেন ফাইজারের প্রতিষেধক

Advertisement

এ দিকে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘কোনও একটি গোলমালের খবর পেয়েছি। রবিবার ওঁদের নিয়ে বসে মিটিয়ে দেওয়া হবে। দু’পক্ষকেই ডাকা হয়েছে।’’

আরও পড়ুন : অপেক্ষার অবসান, মঙ্গলবার থেকেই ব্রিটেন ফাইজারের প্রতিষেধক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement