শ্লীলতাহানির নালিশ

কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় অভিযুক্ত তমলুক থানা এলাকার বাসিন্দা অভিযুক্ত ইঞ্জামুল আলিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তমলুক আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এ দিন আদালতে ওই কিশোরীর গোপন জবানবন্দিও নেওয়া হয় ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৪ মে ২০১৬ ০১:১০
Share:

কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় অভিযুক্ত তমলুক থানা এলাকার বাসিন্দা অভিযুক্ত ইঞ্জামুল আলিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তমলুক আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এ দিন আদালতে ওই কিশোরীর গোপন জবানবন্দিও নেওয়া হয় ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুক থানা এলাকার বাসিন্দা ওই কিশোরী নবম শ্রেণির ছাত্রী। স্কুলে ও টিউশন পড়তে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা ইঞ্জামুল তাঁকে বেশ কিছুদিন ধরেই উত্যক্ত করত বলে অভিযোগ। ওই যুবক তাকে প্রেমের প্রস্তাবও দেয়। যদিও ওই কিশোরী এই প্রস্তাব নাকচ কর। অভিযোগ, সিগারেট খেয়েও ইঞ্জামুল ওই নাবালিকার দিকে ছুঁড়ে দিত। এরপর ইঞ্জামুল তার শ্লীলতাহানি করে। প্রতিবাদ করায় ওই নাবালিকাকে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

বুধবার ঘটনার পরেই পরিবারের লোকেদের বিষয়টি জানায় ওই কিশোরী। বুধবারই ওই কিশোরীর মা তমলুক থানায় ইঞ্জামুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই কিশোরীর অভিযোগ, ‘‘আমি স্কুলে বা টিউশন পড়তে যাওয়ার পথে ওই যুবক প্রথমদিকে স্বাভাবিক ভাবে কথা বলত। কিন্তু পরে সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমি ওই প্রস্তাবে আপত্তি জানানোর পর থেকেই নানা ভাবে উত্যক্ত করতে থাকে।’’

Advertisement

ওই কিশোরীর আরও অভিযোগ, ‘‘গত বুধবার সকালে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে ওই যুবক আমার ওড়নায় সিগারেটের পোড়া টুকরো ছুঁড়ে দেয়। আমার সঙ্গে সে খারাপ ব্যবহারও করে। আমাকে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি দেয়।’’ ওই কিশোরীর মায়ের অভিযোগ, ‘‘বেশ কিছুদিন ধরেই রাস্তায় আমার মেয়েকে উত্যক্ত করায় ইঞ্জামুলের পরিবারের লোকের কাছে প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। কিন্তু ওরা সেই মসয় কোনও গুরুত্ব দেয়নি। এরপরেই মেয়ের সঙ্গে ইঞ্জামুল এমন খারাপ ব্যবহার করে। আমরা ওই যুবকের কঠোর শাস্তি চাই।’’

ওই কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইঞ্জামুলকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে। শুক্রবার তমলুক থানা থেকে আদালতে যাওয়ার পথে ইঞ্জামুলকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement