স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

ক্লাস চলাকালীন এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। দাসপুর-১ ব্লকের নন্দনপুর পঞ্চায়েতের তিওরবেড়িয়া হাইস্কুলের ঘটনা। অভিযোগ গত শনিবার ষষ্ঠ শ্রেণির ভূগোলের ক্লাসে এক শিক্ষক ওই ছাত্রীর সঙ্গে অশালীন ব্যবহার করেন। সোমবার তিওরবেড়িয়া, রবিদাসপুর, সাহাপুর-সহ বিভিন্ন গ্রাম থেকে অভিভাবকেরা স্কুল ঘেরাও করেন। দাসপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ০০:৪৫
Share:

ক্লাস চলাকালীন এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। দাসপুর-১ ব্লকের নন্দনপুর পঞ্চায়েতের তিওরবেড়িয়া হাইস্কুলের ঘটনা। অভিযোগ গত শনিবার ষষ্ঠ শ্রেণির ভূগোলের ক্লাসে এক শিক্ষক ওই ছাত্রীর সঙ্গে অশালীন ব্যবহার করেন। সোমবার তিওরবেড়িয়া, রবিদাসপুর, সাহাপুর-সহ বিভিন্ন গ্রাম থেকে অভিভাবকেরা স্কুল ঘেরাও করেন। দাসপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। এ দিন ওই শিক্ষক স্কুলে আসেননি। ওই ছাত্রীর মা বিষয়টি লিখিতভাবে স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েছে। প্রধান শিক্ষক সব্যসাচী পট্টনায়েক বলেন, “ওই শিক্ষককে খবর দেওয়া হয়েছে। তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ অবশ্য কোনও লিখিত অভিযোগ পায়নি বলেই জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement