Amit Shah

নড্ডার পর রাজ্যে আসছেন অমিত, মেদিনীপুরে সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে

৭ ডিসেম্বর মেদিনীপুরে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার জমি শক্ত করতে সেই মেদিনীপুরেই সভা করবেন অমিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৪:১৫
Share:

বিজেপির সর্বভারতীয় সহ সাধারণ সম্পাদক(সংগঠক) শিবপ্রকাশ,  পশ্চিমবঙ্গ সাংগঠনিক মহামন্ত্রী অমিতাভ চক্রবর্তী, ঝাড়গ্রাম সাংসদ কুনার হেমব্রমের উপস্থিতে এই সভা হয়। নিজস্ব চিত্র

জেপি নড্ডার পর এ বার অমিত শাহ আসছেন রাজ্যে। ১৯ ডিসেম্বর মেদিনীপুরে আসার কথা রয়েছে তাঁর। ৭ ডিসেম্বর মেদিনীপুরে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার জমি শক্ত করতে সেই মেদিনীপুরেই সভা করবেন অমিত। ক’দিন আগেই জেপি নড্ডার কনভয়ে হামলা হয়েছে। তার উত্তাপ এখনও মিলিয়ে যায়নি। এর মধ্যেই অমিত শাহের হাই ভোল্টেজ রাজ্য সফর। তাই প্রস্তুতির খামতি রাখতে চায় না বিজেপি।

Advertisement

চরম প্রস্তুতি শুরু হয়েছে বিজেপির অন্দরে। অমিতের সফরের প্রস্তুতি নিয়ে সোমবার খড়্গপুরের একটি লজে আয়োজিত হয় সভা। বিজেপির সর্বভারতীয় সহ সাধারণ সম্পাদক(সংগঠক) শিবপ্রকাশ, পশ্চিমবঙ্গ সাংগঠনিক মহামন্ত্রী অমিতাভ চক্রবর্তী, ঝাড়গ্রাম সাংসদ কুনার হেমব্রমের উপস্থিতে এই সভা হয়। আপাতত ঠিক হয়েছে, মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে একটি কর্মীসভা হবে।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ৫টি সাংগঠনিক জেলা-নেতাদের নিয়ে সোমবার প্রস্তুতি সভা হয়। অমিত শাহের ওই দিনের সভাতেও এই তিন জেলা সংগঠনকে নিয়ে আলোচনা হবে। পাঁচ জেলাস্তর সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন অমিত। তা ছাড়াও সোমবার মেদিনীপুর সদর মহকুমার কর্ণগড় মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে অমিত শাহের। বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত দাস বলেন, ‘‘মেদিনীপুর শহরে ৫টি সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে কর্মীসভা করবেন অমিত শাহ। সেই সভার প্রস্তুতি শুরু হয়েছে। কর্ণগড় মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে। তাই মন্দিরের নিরাপত্তা–সহ সমস্ত ব্যবস্থা খুঁটিয়ে দেখা হয়েছে। যেখানে কর্মীসভা হবে, সেখানেও যাওয়া হয়েছিল প্রস্তুতি পর্যবেক্ষণে।’’

Advertisement

জেপি নড্ডার কনভয়ে হামলার ঘটনার পর রাজ্য-কেন্দ্র সংঘাত চলছেই। তারই মধ্যে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সফরে যাতে কোনও রকম সমস্যা না হয়, সে দিকে নজর রাখছেন বিজেপির নেতারা। প্রশাসনও সেই বিষয়ে গুরুত্ব দিচ্ছে বলে জানা গিয়েছে। তিনি একটি ইনডোর কর্মীসভাও করবেন বলে শোনা গিয়েছে। সেখানে বাইরের কেউ প্রবেশ করতে পারবেন না। শুধু বিজেপির বাছাই করা নেতারা হাজির থাকবেন। তবে প্রস্তুতিতে বিজেপি নেতাদের মাথায ঘুরছে জেপি নড্ডার সফরের ছবিটা। অমিতের সফরে যাতে কোনও কেলেঙ্কারি না হয়, তাই এখন থেকেই উঠে পড়ে প্রস্তুতি শুরু করেছেন তাঁরা।

আরও পড়ুন: রাজস্থানের পুরভোটে ধাক্কা বিজেপির, বেশি আসন কংগ্রেসের

আরও পড়ুন: কেন্দ্রের টাকা কেন ফেরত, ফিরহাদকে চিঠি আসানসোলের তৃণমূল ‘মেয়রের’​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement