Midnapur Town

ফ্লাইওভারে সন্তান প্রসব মহিলার, সহযোগিতায় রেলের ‘মাই সহেলি’, সাক্ষী থাকল মেদিনীপুর

রেল পুলিশ সূত্রে খবর, ওই প্রসূতির নাম বুবু বেদ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা স্টেশন সংলগ্ন জলট্যাঙ্কি এলাকার বাসিন্দা তিনি। দুই সন্তানকে নিয়ে মেদিনীপুর স্টেশনে ভিক্ষা করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:৫৪
Share:

নিজস্ব চিত্র

দুই সন্তানকে সঙ্গে নিয়ে প্রায়ই তাঁকে প্ল্যাটফর্মে বসে ভিক্ষা করতে দেখা গিয়েছে। সেই মহিলাকে হঠাৎ ফ্লাইওভারে বসে পড়তে দেখে ছুটে এসেছিলেন রেল পুলিশের ‘মাই সহেলি’ দলের দুই পুলিশকর্মী। তাঁদের সহযোগিতায় ওই ফ্লাইওভারেই সন্তানের জন্ম দিলেন প্রসূতি। চারপাশ বিছানার চাদর দিয়ে বেষ্টনী তৈরি করে দিয়েছিলেন রেলের ‘মাই সহেলি’ দলের দুই মহিলা পুলিশকর্মী। এমনই ঘটনারই সাক্ষী থাকল মেদিনীপুর স্টেশনের যাত্রীরা। রবিবার দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে।

Advertisement

রেল পুলিশ সূত্রে খবর, ওই প্রসূতির নাম বুবু বেদ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা স্টেশন সংলগ্ন জলট্যাঙ্কি এলাকার বাসিন্দা তিনি। দুই সন্তানকে নিয়ে মেদিনীপুর স্টেশনে ভিক্ষা করেন তিনি। তাঁকে আচমকা ফ্লাইওভারে অসুস্থ হয়ে বসে পড়তে দেখে ছুটে এসেছিলেন রেল পুলিশের দুই কর্মী সুপ্রিয়া ঘড়াই এবং দেবযানী রায়। তাঁদের সামনেই সন্তান প্রসব করেন বুবু। খবর পেয়ে আসেন আরপিএফ ওসি বিকে যাদবও। আরপিএফের তরফেই অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়। সন্তান প্রসবের পর ওই প্রসূতি ও সদ্যোজাতকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরপিএফ আধিকারিক বিকে যাদব বলেন, ‘‘প্ল্যাটফর্মের ফ্লাইওভারে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ওই মহিলা। দেখতে পেয়ে ছুটে গিয়েছিলেন মাই সহেলি টিমের সদস্যরা। তাঁরাই আড়াল করেন প্রসূতিকে। ওই মহিলাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement