TMC

প্রথমে ফাটল, পরে জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল তৃণমূলের পার্টি অফিস, দেখুন ভিডিয়ো

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বহু এলাকা। জল ঢুকে পড়ে মেদিনীপুর সদর ব্লকেও। ভেঙে পড়েছে একাধিক বাড়িও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২১ ১৪:০৩
Share:
Advertisement

প্রথমে দেওয়ালে ফাটল। তার পর জলের তোড়ে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তৃণমূলের দলীয় দফতর। রবিবার সকালে এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন মেদিনীপুর সদর ব্লকের বিশ্রীপাট এলাকার বাসিন্দারা। নেটমাধ্যমে সেই দৃশ্যই এখন ভাইরাল হয়ে উঠেছে। যদিও সে সময় পার্টি অফিসে কেউ ছিল না। ফলে কোনও দুর্ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বহু এলাকা। জল ঢুকে পড়ে মেদিনীপুর সদর ব্লকেও। ভেঙে পড়েছে একাধিক বাড়িও। কয়েকটি বাড়িতে এখনও জল ঢুকে রয়েছে। তারই মধ্যে রবিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের বিশ্রীপাট এলাকায় তৃণমূলের ওই দলীয় কার্যালয়টি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ওই দফতরটির পাশেই বয়ে যাচ্ছিল বর্ষার জল। তার জেরে ওই অফিসটির ভিতের মাটি আলগা হতে শুরু করে। বাড়িটির একাংশ ঝুলতে শুরু করে। শেষ পর্যন্ত তাসের ঘরের মতো তা ভেঙে যায়।

Advertisement

খড়্গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের মধ্যে ওই এলাকা। খবর পেয়ে রবিবার ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক দীনেন রায়। ওই গ্রামে যাঁদের কাঁচা বাড়ি, তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের খাবার এবং পোশাকের ব্যবস্থাও করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement