Mamata Banerjee

আলাদা ব্যাটালিয়ন হবে, মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি জঙ্গলমহল

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কোচবিহার, ঝাড়গ্রাম ও পাহাড়ের জন্য তিনটি আলাদা ব্যাটালিয়ান তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৯:২৫
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

জঙ্গলমহলের জন্য নতুন খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন ‘জঙ্গলমহল ব্যাটালিয়ন’ তৈরি করবে রাজ্য পুলিশ। এই খবর পেয়েই আশায় বুক বাঁধতে শুরু করেছেন পশ্চিম মেদিনীপুরের মানুষ।

Advertisement

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কোচবিহার, ঝাড়গ্রাম ও পাহাড়ের জন্য তিনটি আলাদা ব্যাটালিয়ান তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২০২১-এর ৩১ জানুয়ারির মধ্যে এই ব্যাটালিয়নগুলি তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ দিন তিনি বলেন, ‘‘স্থানীয় মানুষের দীর্ঘ দিনের দাবি মেনে পুলিশ একটা বড় কাজ করেছে। ২০২১ সালের ৩১ জানুয়ারির মধ্যেই ব্যাটালিয়ানগুলির গঠন হয়ে যাবে।’’ জানিয়েছেন, প্রতিটি ব্যাটেলিয়নে ১ হাজার জন করে নিয়োগ করা হবে।

Advertisement

আরও পড়ুন: কোচবিহারে পুলিশের নারায়ণী ব্যাটালিয়ন, পাহাড়-জঙ্গলমহলেও নয়া বাহিনীর ঘোষণা মমতার

আরও পড়ুন: ১৬ হাজার ৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩ মাসেই, ঘোষণা মমতার

জঙ্গলমহল এলাকা হিসেবে পরিচিত ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার একটা অংশ। সেখানকার বেকার যুবকদের আশা, নতুন বছরেই মিলতে পারে চাকরি। এ দিন নবান্নে মমতা বলেন, জঙ্গলমহলের মাটিকে সন্মান জানিয়েই এই ব্যাটালিয়নে তৈরি হচ্ছে। প্রসঙ্গত, আগেই এই এলাকার বহু যুবককে স্পেশাল হোমগার্ড হিসেবে নিয়োগ করা হয়। পরে তাঁদের কনস্টেবল পদে উন্নীত করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement