প্রৌঢ়কে উদ্ধার করছেন আরপিএফ কর্মীরা। নিজস্ব চিত্র
প্রৌঢ় যাত্রীকে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করলেন আরপিএফের দুই মহিলা কনস্টেবল। রবিবার এই ঘটনা ঘটেছে মেদিনীপুর স্টেশনে।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর রাত ২টো ৪৪ মিনিট নাগাদ মেদিনীপুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছিল আপ হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস। সেই সময় ট্রেনের দরজা ধরে এক প্রৌঢ়কে ঝুলতে দেখেন ‘মাই সহেলি’ টিমের সদস্য কনস্টেবল সুপ্রিয়া গড়াই এবং শোভা সিংহ। তাঁরা ছুটে গিয়ে আত্মারাম নামদেও (৫৫) নামে সেই বৃদ্ধকে ওই অবস্থা থেকে উদ্ধার করেন।
আত্মারামের বাড়ি মহারাষ্ট্রের ঔরঙ্গবাদের অম্বেডকরনগর এলাকায়। তাঁর কথায়, ‘‘ভোররাতে ট্রেনে চড়ে পুরুলিয়া যাচ্ছিলাম। আচমকা আমার মাথা ঘুরে গিয়েছিল। পড়ে যাচ্ছিলাম। হয়তো মারাই যেতাম। কিন্তু দু’জন মহিলা পুলিশ এসে আমাকে বাঁচিয়েছেন।’’ আরপিএফ কনস্টেবল সুপ্রিয়ার কথায়, ‘‘ওঁকে বাঁচাতে পেরে ভাল লাগছে।’’