Digha

গভীর সমুদ্রে জালে পড়ল বিরাট তেলিয়া ভোলা, দিঘা মোহনায় দর উঠল ৪ লাখ টাকা

প্রায় ২৭ কেজি ওজনের কাঁচা মাছটিকে স্থানীয় সুধীর চন্দ্র ভুঁইয়ার আড়তে নিলামের ব্যবস্থা হয়। শেষ পর্যন্ত মাছটি মোট ৪ লাখ টাকায় কলকাতার একটি কোম্পানি কিনে নেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিঘা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ২১:৪৮
Share:

চার লাখ টাকায় বিক্রি হয় এই মাছ। নিজস্ব চিত্র।

গভীর সমুদ্র থেকে ধরা পড়ল একটি তেলিয়া ভোলা মাছ। বিক্রি হল ১৬ হাজার টাকা প্রতি কেজি দরে। বৃহস্পতিবার দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে এটি বিক্রি হয়। একটি ওষুধ কোম্পানি মাছটি কিনে নেয়। এত বড় মাছ ধরা পড়েছে জানতে পেরেই ভিড় জমে যায় সেটা দেখার জন্য।

Advertisement

এ দিন গভীর সমুদ্রে মাছটি ‘মা অন্নদায়িনী’ নামে এক ট্রলারের জালে ওঠে। বেলার দিকে মাছটিকে যখন মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসা হয়, তখন সেটা দেখতে রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্রায় ২৭ কেজি ওজনের কাঁচা মাছটিকে স্থানীয় সুধীর চন্দ্র ভুঁইয়ার আড়তে নিলামের ব্যবস্থা হয়। শেষ পর্যন্ত মাছটি মোট ৪ লাখ টাকায় কলকাতার একটি কোম্পানি কিনে নেয়।

পিন্টু ভুঁইয়া নামে এক মাছ বিক্রেতা বলেন, ‘‘এই ধরনের মাছের নানা গ্রন্থি ওষুধ তৈরির কাজে লাগে। তাই প্রচুর দামে মাছগুলো ওষুধ কোম্পানির তরফে কিনে নেওয়া হয়।’’ স্থানীয় মৎস্যজীবী রবীন্দ্রনাথ ভুঁইয়ার কথায়, ‘‘বাজারে এমন বড় তেলিয়া ভোলার বিপুল চাহিদা রয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement