Awareness Programme

বন্যপ্রাণ রক্ষায় সাইকেল যাত্রা

চাঁদড়া থেকে সাইকেল যাত্রায় যোগ দেন মুখ্য বনপাল (পশ্চিমাঞ্চল) অশোকপ্রতাপ সিংহ, মেদিনীপুরের ডিএফও দীপক এম, খড়্গপুরের ডিএফও মণীশ যাদব প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ০৮:৩৩
Share:

চলছে সাইকেল যাত্রা। নিজস্ব চিত্র।

বন্যপ্রাণী বাঁচানোর বার্তা সামনে রেখে সাইকেল যাত্রা শুরু হয়েছে। উদ্যোগ বন দফতরের। রবিবার সকালে ঝাড়গ্রামের বালিভাষা থেকে এই যাত্রা শুরু হয়েছিল। পরে মেদিনীপুর গ্রামীণের চাঁদড়া হয়ে শালবনির পিঁড়াকাটায় গিয়ে শেষ হয়েছে।

Advertisement

চাঁদড়া থেকে সাইকেল যাত্রায় যোগ দেন মুখ্য বনপাল (পশ্চিমাঞ্চল) অশোকপ্রতাপ সিংহ, মেদিনীপুরের ডিএফও দীপক এম, খড়্গপুরের ডিএফও মণীশ যাদব প্রমুখ। বন দফতরের অন্যান্য আধিকারিক, কর্মীরাও যোগ দিয়েছেন। এই যাত্রা শুরু হয়েছে শনিবার থেকে। ওই দিন খড়্গপুর গ্রামীণের হিজলি থেকে শুরু হয়েছিল। শেষ হয় ঝাড়গ্রামের বালিভাষায়। আজ, সোমবার পিঁড়াকাটা থেকে শুরু করে গোয়ালতোড় পর্যন্ত যাওয়ার কথা এই যাত্রার। সেখান থেকে পরিবেশ বাঁচানোর বার্তাও দেওয়া হচ্ছে। জঙ্গলমহলে‌ শুরু হয়েছে শিকার উৎসব। এই উৎসবে বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে মূলত বন্যপ্রাণী বাঁচানোর বার্তা দেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement