IIT Khargapur

IIT Kharagpur: খড়্গপুর আইআইটি-তে ৮০ জন পড়ুয়া-সহ অন্তত ১০০ আক্রান্ত কোভিডে

বিগত ছ’দিনে এত জন আক্রান্ত হয়েছেন খড়্গপুর আইআইটি-তে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ২২:৫৯
Share:

ফাইল চিত্র।

খড়গপুর আইআইটি ক্যাম্পাসে পড়ুয়া-সহ অন্তত ১০০ জন করোনা আক্রান্ত। তার মধ্যে রয়েছেন প্রায় ৮০ জন পড়ুয়া। বিগত ছ’দিনে এঁরা আক্রান্ত হয়েছেন। এর পরই ক্যাম্পাসের টেকনো মার্কেট এলাকাকে ক্ষুদ্র গণ্ডিবদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করেছেন আইআইটি কর্তৃপক্ষ।

Advertisement

জেলাশাসকের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে নজরদারি। কর্তৃপক্ষের নির্দেশ, জরুরি জিনিসপত্রের দোকান ছাড়া আর কোনও দোকান খোলা রাখা যাবে না। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত চলবে এই বিধি।

ক্যাম্পাসের প্রায় প্রতিটি হলেই কোনও না কোনও পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন। স্যর আশুতোষ মুখার্জি হলের নীচ ও প্রথম তলায় সংক্রমিতদের রাখার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। বেশ কিছু পড়ুয়া বাড়ি ফিরতে চাওয়ায় সেই আবেদন মঞ্জুর করা হয়েছে।

Advertisement

রেজিষ্ট্রার তমাল নাথ বলেন, ‘‘জেলাশাসক একটি নির্দেশিকা জারি করেছেন। সেই মতোই সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement