হলদিয়া পুরসভার বাজেট পেশ হল বুধবার। এ দিন সকালে হলদিয়া পুরসভার সভাগৃহে ২০১৫-১৬ অর্থবর্ষের জন্য প্রায় ৭৮ কোটি টাকার বাজেট পেশ করা হয়। হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল জানান, বাজেটে মূলত রাস্তা, জল, পথবাতি ও স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
দেবপ্রসাদবাবু জানান, হলদিয়া পুরসভা এলাকায় কয়েকটি নতুন কংক্রিটের রাস্তা তৈরি ও পুরনো রাস্তা সংস্কারের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। জলের জন্য ৮ কোটি টাকা, পথবাতির জন্য ৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। পুরসভা এলাকায় নতুন ৪টি উপ-স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে। এই প্রকল্পে ৮০ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। শহরের সাতটি স্বাস্থ্য কেন্দ্রের জন্য দু’জন চিকিৎসক রয়েছেন। চুক্তির ভিত্তিতে আরও চার জন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
হলদিয়া পুরসভার বিরোধী দলনেত্রী সিপিএমের তাপসী মণ্ডল বলেন, “বাজেটে আমরা কিছু বিষয় যোগ করার কথা বলেছি। তাছাড়াও কাজের ক্ষেত্রে সব ওয়ার্ডকে সমানভাবে গুরুত্ব দেওয়ার কথাও বলেছি।” পুরসভার প্রাক্তন পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ বলেন, “আগের থেকে কিছুটা হলেও পুরসভার আয় কমেছে। এর জন্য কাউকে দোষ দেব না। বিভিন্ন শিল্প সংস্থার রুগন্ অবস্থা-সহ নানা কারণে পুরসভার আয় কমেছে।” তাঁর বক্তব্য, “পুরসভার আরও আয় বাড়ানো উচিত। বিজ্ঞাপন বাবদ কর, ‘হোল্ডিং ট্যাক্স’ ঠিক মতো আসছে কি না, তা দেখা দরকার।”
হলদিয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত আর্থিক বছরে পুরসভায় প্রায় ৭৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছিল। এ বার ৭৭ কোটি ৭২ লক্ষ ৫৪ হাজার ৩০৪ টাকার বাজেট পেশ হয়েছে। বাজেটে ২০১৫-১৬ আর্থিক বছরে পুরসভার রাজস্ব বাবদ আয় দেখানো হয়েছে ৪৫ কোটি ২৩ লক্ষ ৪৫ হাজার ৯৬৯ টাকা। তাছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাবদ আয় দেখানো হয়েছে ৩০ কোটি ৫৮ লক্ষ টাকা। হাতে থাকা নগদ ও ব্যাঙ্ক ব্যালান্স দেখানো হয়েছে ১ কোটি ৯১ লক্ষ ৮ হাজার ৩৩৫ টাকা।
পুরসভার বিভিন্ন এলাকায় রাস্তার অবস্থা খারাপ। পুরসভার অন্তর্গত কয়েকটি গ্রামীণ এলাকায় এখনও মোরাম রাস্তা রয়েছে। সেই সমস্ত মোরাম রাস্তা কংক্রিট করা ও রাস্তা সংস্কারের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কয়েকটি এলাকায় পানীয় জলের পাইপ বসানো ও ‘ওভারহেড রিজার্ভার’ তৈরির জন্য বরাদ্দ হয়েছে ৮ কোটি টাকা। বাজেট বৈঠক শেষে চেয়ারম্যান জানান, পুরসভার আয় বাড়াতে জোর দেওয়া হবে।”