ভাতা বাড়ানোর দাবিতে সরব হল পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী ইউনিয়ন। প্রতীকী ছবি।
মিড ডে মিল প্রকল্পে কর্মরত রন্ধনকর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দিয়ে তাঁদের ভাতা বাড়ানোর দাবিতে সরব হল পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী ইউনিয়ন। মিড ডে মিলের জন্য ছাত্র-ছাত্রীদের দৈনিক বরাদ্দ মাথা পিছু ১০ টাকা করার দাবিও করেছে তারা। সংগঠনের সভানেত্রী মীনা পাল, সম্পাদক জয়শ্রী দাস, এআইসিসিটিইউ-এর রাজ্য সভাপতি অতনু চক্রবর্তীরা মঙ্গলবার পরিসংখ্যান দিয়ে বলেছেন, রাজ্যে মিড ডে মিল প্রকল্পে আড়াই লক্ষেরও বেশি রন্ধনকর্মী মাসিক ১৫০০ টাকা ভাতায় দীর্ঘ ২০ বছর ধরে কাজ করছেন। কেন্দ্র ও রাজ্য, দুই সরকারই এঁদের দায় ঝেড়ে ফেলতে চাইছে। রাজ্য সরকার মাত্র চার মাসের জন্য দৈনিক তিন টাকা ৩৩ পয়সা বাড়িয়ে ‘পুষ্টির প্রচার’ করছে বলে অভিযোগ করে মীনাদেবীদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে রন্ধনকর্মীরা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।