Metro Dairy

মেট্রো ডেয়ারি: ইডি-কে লিখিত জবাব নবান্নের

ইডি কর্তাদের দাবি, কিছু প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন রাজ্যের চার আমলা। জবাব খতিয়ে দেখে তাঁদের বক্তব্য রেকর্ড করার জন্য ডাকা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২০ ০৪:০৮
Share:

ফাইল চিত্র।

মেট্রো ডেয়ারি শেয়ার হস্তান্তর মামলায় রাজ্যের চার সচিবের লিখিত জবাব পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি-র পক্ষ থেকে ২৯টি প্রশ্ন করা হয়েছিল। অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের তরফে মূত উত্তরটি তৈরি করেছেন বলে নবান্ন সূত্রে খবর।

Advertisement

ইডি কর্তাদের দাবি, কিছু প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন রাজ্যের চার আমলা। জবাব খতিয়ে দেখে তাঁদের বক্তব্য রেকর্ড করার জন্য ডাকা হবে। এর মাঝে মেট্রোর বর্তমান মালিক কেভেন্টার্সের মায়াঙ্ক জালানের বক্তব্যও ইডি রেকর্ড করবে।

নবান্নের দাবি, মেট্রো ডেয়ারি হস্তান্তরের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভা নিয়েছিল। ফলে আমলাদের দায় নেই। মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করলে তা রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বের জ্ঞাতসারেই হয়েছে। কর্তাদের আরও দাবি, মেট্রোর বাজারমূল্য কী হবে তা রাজ্যের আমলারা স্থির করেননি। নামী এক অডিটর সংস্থাকে দিয়ে মূল্যায়ণ করিয়ে মেট্রো বিক্রি করা হয়েছিল। পর পর দু’বার টেন্ডার ডেকেও অন্য কোনও সংস্থা আগ্রহ না দেখানোয় কেভেন্টার্সকে বিক্রি করা হয়। অন্য যে কোনও সরকারি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে যা অনুসরণ করার কথা, মেট্রোর ক্ষেত্রেও তাই হয়েছে। ইডি-কে তা জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement