বালুচ সভা বন্ধ করল পুলিশ

বালুচিস্তানের মানবাধিকার লঙ্ঘন এবং স্বাধীনতা যুদ্ধ নিয়ে এক আলোচনাচক্রের অনুমতি দিল না কলকাতা পুলিশ। পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজকদের জানানো হয়েছে, আলোচনায় যাঁদের আসার কথা, তাঁদের উপস্থিতি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন ঘটাতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ০২:৫৮
Share:

বালুচিস্তানের মানবাধিকার লঙ্ঘন এবং স্বাধীনতা যুদ্ধ নিয়ে এক আলোচনাচক্রের অনুমতি দিল না কলকাতা পুলিশ। পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজকদের জানানো হয়েছে, আলোচনায় যাঁদের আসার কথা, তাঁদের উপস্থিতি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন ঘটাতে পারে। বালুচিস্তানে পাক সেনাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সচেতনতা তৈরি করতে ক্যালকাটা ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে এই আলোচনা চক্রের আয়োজন করেছিল বাংলা স্বাধিকার ফাউন্ডেশন নামে একটি সংস্থা। শনিবার এই সভার সঞ্চালক হিসাবে থাকার কথা ছিল চিকিৎসক কুণাল সরকারের। এ ছাড়া, থাকতেন পাকিস্তান থেকে নির্বাসিত লেখক তারেক ফতেহ, কাশ্মীরি পণ্ডিতদের সংগঠক সুশীল পণ্ডিত, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জি ডি বক্সি, লেফটেন্যান্ট জেনারেল জে আর মুখোপাধ্যায়, আরিফ মহম্মদ খান এবং অভিজিৎ ভট্টাচার্য। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যোগ দেওয়ার কথা ছিল বালুচ রিপাবলিক পার্টির প্রতিষ্ঠাতা ব্রহমদা বুগতির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement