কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম। নিজস্ব চিত্র
পরিবেশ দিবস সূচনার অনুষ্ঠানে এসে পরিবেশবিদদেরই একহাত নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রবিবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। শনিবার কলকাতা পুরসভার অফিসের বাইরে পরিবেশ দিবসের প্রাক্কালে এক সভার আয়োজন করা হয়েছিল। মেয়র বলেন, ‘‘পরিবেশকে ভালবাসতে হবে। এবং পরিবেশকে আগামীর বাসযোগ্য করে যেতে হবে। কিন্তু পরিবেশপ্রেমের নাম করে আদালতে গিয়ে একটা করে মামলা ঠুকে দিলেই হবে না। তা পরিবেশপ্রেম নয়। প্রকৃত পরিবেশপ্রেমী হলে পরিবেশকে ভালবাসতে হবে। পরিবেশ রক্ষার জন্য কাজ করতে হবে। তবেই আপনি প্রকৃত পরিবেশপ্রেমী।’’
আমফান ঘুর্ণিঝ়ড়ের পর কলকাতা শহরের বিধ্বস্ত চেহারা কথা স্মরণ করে মেয়র বলেন, ‘‘যখন শহরে আমফান ঘুর্ণিঝড় হয়ে গেল। তখন মোট ১৫ হাজার গাছ ভেঙে পড়েছিল। সার্দান এভিনিউয়ের রাস্তায় দাঁড়িয়ে আমার চোখে জল এসে গিয়েছিল। মনে হচ্ছিল, কলকাতা শহর নয়, আমাজন আববাহিকার কোনও জঙ্গলে দাঁড়িয়ে আছি।’’ তিনি আরও বলেন, ‘‘এই অনুষ্ঠানে আমার সঙ্গেই আছেন সহকর্মী দেবাশিস কুমার (মেয়র পরিষদ উদ্যোন)। তিনি ও আমরা সবাই রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কলকাতা শহর ও তদসংলগ্ন এলাকা জুড়ে মোট ৫০ হাজার গাছ লাগিয়েছি। যার ফলে কলকাতায় দূষণ অনেকটাই কম।’’
পরিবেশ দিবস উপলক্ষ্যে আগামী এক সপ্তাহ ধরে কলকাতা পুরসভা নানা কর্মসূচি নিয়েছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।