Storm in Gaighata

১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড গাইঘাটা, ভেঙে পড়ল ৩০-৩৫টি বাড়ি, কয়েক জন আহত শিলাবৃষ্টিতে

১০ মিনিটের ঝ়ড় আর শিলাবৃষ্টিতে লন্ডভন্ড উত্তর ২৪ পরগনার গাইঘাটা। ছ’টি গ্রাম মিলিয়ে ৩০-৩৫টি বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন বিডিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪১
Share:

কয়েক মিনিটের ঝড়ে তছনছ গাইঘাটা। —নিজস্ব চিত্র।

১০ মিনিটের ঝ়ড় আর শিলাবৃষ্টিতে লন্ডভন্ড উত্তর ২৪ পরগনার গাইঘাটা। ছ’টি গ্রাম মিলিয়ে ৩০-৩৫টি বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন বিডিও।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর নাগাদ আচমকাই ঝড়বৃষ্টি শুরু হয় গাইঘাটায়। মেরেকেটে মিনিট দশেরের ঝড়। আর খানিক ক্ষণের শিলাবৃষ্টি। তাতেই কার্যত তছনছ গাইঘাটার রামনগর গ্রাম পঞ্চায়েতের ছ’টি গ্রাম। কেউ কিছু বুঝে ওঠার আগেই ভেঙে পড়ে গ্রামের প্রচুর ঘরবাড়ি। কোথাও কোথাও ভেঙে পড়েছে পাকা বাড়ির দেওয়ালও। শিলার আঘাতে বেশ কয়েক জন আহতও হয়েছে। মাঠের ফসলও নষ্ট হয়েছে বলে জানিয়েছেন চাষিরা।

প্রশাসনিক সূত্রে খবর, রামনগর গ্রাম পঞ্চায়েতের শশাডাঙা, তেঁতুলবেড়িয়ার আগরপাড়া, রঘুনন্দনপুর, চকঝাউডাঙা ও পিপলি গ্রাম মিলিয়ে ৩০-৩৫ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে গ্রামগুলি পরিদর্শন যান গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার ও পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচ, জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস-সহ পুলিশ প্রশাসন ও অন্যান্য জনপ্রতিনিধি।

Advertisement

গাইঘাটার বিডিও নীলাদ্রি বলেন, ‘‘যাঁদের ঘর ভেঙেছে, তাঁদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। দেওয়া হচ্ছে ত্রিপল। যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement