Viral Video

‘দোল দোল দুলুনি’! দড়ি ধরে ঝুলে আপন মনে দোল খেয়ে চলেছে বিড়াল, ভাইরাল ভিডিয়ো

কাপড় মেলার দড়ি ধরে ঝুলে পড়েছে একটি বিড়াল। সেখান থেকে ঝুলে পড়ে পিছনের পা দু’টি এগিয়ে দিয়ে দোল খাচ্ছে সে। আস্তে আস্তে দোল খেয়ে যেন মজা হচ্ছে তার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১৭:০৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

এক বাড়ির দেওয়াল থেকে অন্য বাড়ির দেওয়ালে দড়ি বাঁধা রয়েছে। সেই দড়িতে মেলা রয়েছে কাপড়ও। কাপড় মেলার সেই দড়ি ধরেই ঝুলে পড়ল একটি বিড়াল। দড়ি ধরে ঝুলে মনের সুখে দোল খেতে লাগল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ওহ__এম২২’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কাপড় মেলার দড়ি ধরে ঝুলে পড়েছে একটি বিড়াল। সেখান থেকে ঝুলে পড়ে পিছনের পা দু’টি এগিয়ে দিয়ে দোল খাচ্ছে সে। আস্তে আস্তে দোল খেয়ে যেন মজা হচ্ছে তার। তাই দড়িটি সামনের দুই পা দিয়ে শক্ত করে ধরে জোরে জোরে দোল খেতে শুরু করে বিড়ালটি।

দোল খেয়ে সে এতই মজা পেয়ে যায় যে, সেখান থেকে নেমে পড়ার কোনও লক্ষণ চোখে পড়ে না তার মধ্যে। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে এই ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ হাসির রোল উঠিয়েছেন নেটপাড়ায়। এক জন লিখেছেন, ‘‘দড়ি থেকে ঝুলে পড়ে দারুণ মজা পেয়েছে বিড়ালটি। এত সহজে সেখান থেকে সে নামবে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement