Partha Chatterjee

BJP: বিজেপির মিছিলে নেই অনেক নেতা

মিছিলে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালকে দেখা যায়নি। একাধিক বিধায়কও অনুপস্থিত ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ০৬:৪৯
Share:

ফাইল চিত্র।

পার্থ কাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিলে প্রথম সারির নেতাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠল। বৃহস্পতিবার কলেজস্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে রাজ্য বিজেপি। সেই মিছিলে যথেষ্ট সংখ্যায় কর্মী-সমর্থকরা উপস্থিত থাকলেও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহ ছাড়া নেতাদের মধ্যে বিশেষ কাউকে উপস্থিত থাকতে দেখা যায়নি।

Advertisement

এ দিনের মিছিলে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালকে দেখা যায়নি। একাধিক বিধায়কও অনুপস্থিত ছিলেন। দলের তরফে জানানো হয়েছে, সংসদের বাদল অধিবেশন চলায় লকেট উপস্থিত থাকতে পারেননি। দিলীপ জানান, সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ায় তাঁর পক্ষে মিছিল আসা সম্ভব হয়নি। ব্যক্তিগত অসুবিধা থাকায় থাকতে পারেননি অগ্নিমিত্রা। মুম্বই ও নাগপুরে শুভেন্দুর গুরুত্বপূর্ণ বৈঠক থাকায় তিনি আসতে পারেননি।

তবে দলের অন্দরের খবর, বুধবার দলের হেস্টিংস কার্যালয়ে বিধায়কদের সঙ্গে যে বৈঠক করেন, সেই বিষয় শুভেন্দুর কাছে কোনও খবরই ছিল না। সূত্রের খবর, পরিষদীয় দলনেতা হিসেবে এই ঘটনা শুভেন্দুর কাছে অনভিপ্রেত মনে হয়েছে। সব মিলিয়ে দলের অন্দরে কেন বিরূপ সুর বেজে উঠেছে। রাজনৈতিক মহলের মতে, এদিনের মিছিলে এক ঝাঁক নেতা ও বিধায়কদের অনুপস্থিতির পিছনে সেই কারণ থাকতে পারে।

Advertisement

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “শুভেন্দু গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় মিছিলে আসতে পারেননি।” সুকান্ত বলেন, “বৈঠকের বিষয় শুভেন্দুদাকে জানানো হয়েছিল। মিছিলের বিষয়েও তিনি জানতেন। উনি রাজ্যের বরিষ্ট নেতা। অনেক বড় রাজনৈতিক পরিকল্পনা করার জন্য তিনি আপাতত মুম্বই এবং নাগপুরে রয়েছেন। উনি ফিরে এলেই বুঝতে পারবেন, উনি এই সময় কী কারণে বাইরে রয়েছেন।”

দলীয় সূত্রে খবর, শুক্রবার বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার ডাকে বেহালা শীলপাড়া থেকে আরও একটি প্রতিবাদ মিছিল হবে। সেখানে থাকবেন শুভেন্দু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement