—প্রতীকী চিত্র।
ফের গণপিটুনিতে মৃত্যু যুবকের। মুর্শিদাবাদের ফরাক্কায় ঘটনাটি ঘটেছে। চুরির অভিযোগে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। মৃতের নাম করিম শেখ (২৭)। বাড়ি ফরাক্কা ব্লকের মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের মধ্য মহাদেবনগর এলাকায়। তিনি পেশায় দিনমজুর। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার আনন্দ রায় বলেন, ‘‘এ রকম একটা ঘটনার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ জমা পড়েছে কি না খোঁজ নিয়ে দেখছি।’’
স্থানীয় সূত্রে খবর, এলাকায় কয়েক দিন ধরেই চুরির ঘটনা ঘটছিল। তা নিয়ে ক্ষুব্ধ ছিলেন এলাকার মানুষ। স্থানীয়দের সূত্রে খবর, রবিবার ভোর ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে। গোপালনগরের একটি বাড়িতে ঢুকে চুরি করার অভিযোগ উঠেছিল করিমের বিরুদ্ধে। এর পরেই প্রতিবেশীরা তাঁকে ‘হাতেনাতে ধরে’ বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় করিমের।
করিমের বিরুদ্ধে চুরির অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তাঁর পরিবার। মৃতের আত্মীয় জব্বর শেখের দাবি, ‘‘আমার ভাইপো কখনও চুরি করতে পারে না। যদি তেমন ঘটনা ঘটেও থাকে, তার জন্য আইন আছে। বিনা বিচারে এ ভাবে কাউকে পিটিয়ে মারা উচিত হয়নি। দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।’’ পুলিশ সূত্রে খবর, গণপিটুনির ঘটনায় এখনও কেউ গ্রেফতার হননি।