আজ পাহাড়ে আসছেন মমতা

আজ, সোমবার দার্জিলিং সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শুরুতেই মুখ্যমন্ত্রীর পাহাড় সফরে আসার কথা ছিল। কিন্তু দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য সেই সময় তিনি সফর বাতিল করেন। প্রশাসনিক সূত্রের খবর, আগামী দুইদিন তাঁর পাহাড়ে দুটি সরকারি কর্মসূচি হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দার্জিলিং শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০২:১৯
Share:

মুখ্যমন্ত্রী আসার আগে প্রস্তুতি।

আজ, সোমবার দার্জিলিং সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শুরুতেই মুখ্যমন্ত্রীর পাহাড় সফরে আসার কথা ছিল। কিন্তু দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য সেই সময় তিনি সফর বাতিল করেন। প্রশাসনিক সূত্রের খবর, আগামী দুইদিন তাঁর পাহাড়ে দুটি সরকারি কর্মসূচি হবে। এর মধ্যে ২৫ অগস্ট ম্যাল চৌরাস্তায় দার্জিলিঙে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী। পরেরদিন, ট্রাইবাল অ্যাডভাইসরি কাউন্সিল-র বৈঠক করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরকারি সূত্রের খবর, দুপুরের বিমানে বাগডোগরায় পৌঁছানোর পর তিনি সোজা পাহাড়ে চলে যাবেন। দুইদিন পাহাড়ে থাকার পর ২৭ অগস্ট তাঁর কলকাতা ফেরার কথা। দার্জিলিঙের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী দার্জিলিঙে পৌঁছে যাবেন। দুইদিন তাঁর নানা সরকারি কর্মসূচি রয়েছে। ক্লিন অ্যান্ড গ্রিন দার্জিলিং—তার অন্যতম।

Advertisement

গত জুন মাসে শেষবার পাহাড় সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি জানান, রাজ্য সরকার এবং জিটিএ একযোগে ‘বেটার’ দার্জিলিঙের কাজ করবে। তখনই তিনি গ্রিন এবং অ্যান্ড দার্জিলিং প্রকল্পের ঘোষণা করছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পাহাড়কে প্লাস্টিক ফ্রি করা ছাড়াও বিভিন্ন প্রান্তে ৫৩ হাজার শৌচালয় তৈরি করা হবে।

তবে মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের সময় জিটিএ চিফ বিমল গুরুঙ্গের দার্জিলিঙে থাকার সম্ভাবনা নেই। জিটিএ সূত্রের খবর, আজই বিমল গুরুঙ্গের দিল্লি যাওয়ার কথা। গুরুঙ্গ জানান, ২৪ অগস্ট তিনি দিল্লি যাবেন। সেখান থেকে তিনি একটি পুজোর জন্য বারাণসী যাবে। ২৫ অগস্ট থেকে ৩১ অগস্ট অবধি তিনি সেখানে থাকবেন। তবে জিটিএ-র অন্য পদাধিকারীরা মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গুরুঙ্গ বলেছেন, ‘‘গ্রিন অ্যান্ড ক্লিন প্রকল্পটি স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ। মুখ্যমন্ত্রী খুব ভাল কাজ করছেন। আমরা রাজ্য সরকারের সঙ্গে এক সঙ্গে এই প্রকল্পের কাজ করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement