রোজ ভ্যালি-এলআইসি যোগের তদন্ত চান মমতা

ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার অনিয়ম নিয়ে সিবিআই যখন তদন্তের গতি বাড়িয়েছে, তখন রোজ ভ্যালির সঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থা জীবন বিমা নিগম তথা এলএইসি-র সম্পর্কের কথা সামনে এনে এ বার পাল্টা তদন্তের দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ০২:৩৯
Share:

মোবাইলে মন। শুক্রবার যাত্রা উৎসবের উদ্বোধনে বারাসতে মুখ্যমন্ত্রী। ছবি: সুদীপ ঘোষ।

ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার অনিয়ম নিয়ে সিবিআই যখন তদন্তের গতি বাড়িয়েছে, তখন রোজ ভ্যালির সঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থা জীবন বিমা নিগম তথা এলএইসি-র সম্পর্কের কথা সামনে এনে এ বার পাল্টা তদন্তের দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মঙ্গলবার বারাসতে যাত্রা উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চে দাঁড়িয়েই মমতা বলেন, ‘‘আমি শুনেছি, রোজ ভ্যালির সঙ্গে এলআইসি-র সম্পর্ক ছিল। এলআইসি-র মতো একটি সরকারি সংস্থার সঙ্গে রোজ ভ্যালির সম্পর্ক কী করে ছিল? কেন্দ্র কী তা জানত না? তা হলে কেন ছাড়পত্র দেওয়া হয়েছিল?’’ এর পরই গলার স্বর চড়িয়ে এ ব্যাপারে তদন্তের দাবি করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘এটাও তদন্ত করে দেখা হোক। যোগাযোগ প্রমাণ হলে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে গ্রেফতার করা হোক।’’ তাঁর কথায়, ‘‘একটা তথ্য যখন পাওয়া গিয়েছে, তখন ক্রস চেক করে নেওয়া ভাল। মিথ্যা হলে না হয় ক্ষমা

চেয়ে নেব!’’

Advertisement

মুখ্যমন্ত্রীর পরামর্শেই একদা যাত্রা উৎসব শুরু হয়েছিল বারাসতে। এই উৎসবের উদ্বোধন বরাবর তাঁর হাতেই হয়েছে। কিন্তু অতীতে কখনও যাত্রা উৎসবের মঞ্চে রাজনীতি টেনে আনেননি মমতা। কিন্তু ব্যতিক্রম ঘটল এ বার। মুখ্যমন্ত্রীর বক্তৃতা জুড়ে থাকল নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ, নাম করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনা এবং চিট ফাণ্ড কাণ্ডে সিবিআই তদন্তকে বিজেপি-র রাজনৈতিক ষড়যন্ত্র বলে আক্রমণ শাণানো। তবে এসবের মধ্যে এলআইসি-রোজ ভ্যালি যোগ নিয়ে তাঁর তথ্য ফাঁস ও তদন্তের দাবি ছিল এ দিন সব থেকে তাৎপর্যপূর্ণ।

যদিও মমতার এই দাবিকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতারা। রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য রসিকতা করে বলেন,‘‘মুখ্যমন্ত্রীকে এই সব ভয়াণক তথ্য কারা দিচ্ছেন, তা নিয়েই তদন্ত হওয়া উচিত। রোজ ভ্যালি ও এলআইসি-র মধ্যে কোনও সম্পর্ক তৈরি হলে তা হয়েছে ইউপিএ জমানায়। ওঁর দাবি অনুযায়ী, তৎকালীন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। উনি কি সেটাই বলতে চাইছেন?’’

প্রসঙ্গত, রোজভ্যালির মূল অফিস, পার্ক, অনেক সম্পত্তিই রয়েছে বারাসতে। এ দিন রোজভ্যালি প্রসঙ্গে বলতে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়-তাপস পালের পাশাপাশি বারাসতের চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়ের নামও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘এমন এক জন অভিজ্ঞ রাজনীতিককে (সুদীপ) ওরা গ্রেফতার করল ভাবতেই পারছি না।’’ তাঁর কথায়, ‘‘তাপস পাল এক জন শিল্পী। তা হলে এ বার সব শিল্পীদের গ্রেফতার করুক। পুজোয় কত জায়গায় যেতে হয়, এই যাত্রা উৎসবে মঞ্চে কত মানুষ রয়েছেন, কার দিকে তাকিয়েছি তা নিয়ে তদন্ত হবে। এতো মহা মুশকিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement