Mamata Banerjee

কৃষি আইন বাতিল: বিধানসভা ডেকে প্রস্তাব আনার সিদ্ধান্ত মমতার

কৃষি আইন বাতিলের দাবিতে আগেও সরব হয়েছেন মমতা। এবার একধাপ এগিয়ে সেই দাবিতে বিধানসভায় প্রস্তাব আনার কথা জানান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ২০:৪৩
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। সোমবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শীঘ্রই বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হবে। সেই অধিবেশনেই কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে।

Advertisement

কেন্দ্রের তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে এর আগেও সরব হয়েছেন মমতা। সিঙ্ঘু এলাকায় অবস্থানরত কৃষকদের সঙ্গে ফোনেও কথা বলেছেন তিনি। সোমবার আরও একধাপ এগিয়ে কেন্দ্রের তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে বিধানসভায় প্রস্তাব আনার কথা জানান মুখ্যমন্ত্রী। মমতার কথায়,‘‘আমি চাই তিনটে কৃষক বিরোধী আইন বাতিল হোক। আমরা দু-একদিনের জন্য হলেও বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকব। ওই অধিবেশনে কৃষি আইনের বিরুদ্ধে একটা প্রস্তাব নিয়ে আসব।’’ রাজ্য সরকারের আনা ওই প্রস্তাবে বাম-কংগ্রেসকেও সমর্থনের জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন,‘‘আমরা চেষ্টা করব যাতে সবাই মিলে প্রস্তাবটা পাশ করাতে পারি। অবশ্যই বিজেপি করবে না। অন্যান্যরা করবে আশা করি।’’

বাম কংগ্রেস অবশ্য প্রথম থেকেই কেন্দ্রের কৃষি আইন বাতিলের জন্য রাজ্য সরকারকে প্রস্তাব আনার দাবি জানিয়ে আসছিল। অবশেষে মুখ্যমন্ত্রীর ঘোষণায় তাদের সেই দাবিও মান্যতা পেল বলে মনে করছেন অনেকে। তবে একাংশ মনে করছেন, সামনেই রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে কৃষকদের পাশে থাকার মধ্য দিয়ে বিজেপি বিরোধিতাকে আরও তীব্র করতে চাইছেন মমতা। প্রস্তাব এনে দলের কৃষক দরদী ভাবমূর্তি তুলে ধরতে চাইছেন। তবে পশ্চিমবঙ্গই প্রথম নয়, এর আগে কেরল ও পঞ্জাব মোদী সরকারের কৃষি আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব এনেছিল।

Advertisement

আরও পড়ুন: সপ্তম দফার বৈঠকও ব্যর্থ, কৃষকদের সঙ্গে পরের আলোচনা ৮ জানুয়ারি

আরও পড়ুন: একটি মিসড কলেই বুক করা যাবে রান্নার গ্যাস সিলিন্ডার, জেনে নিন ফোন নম্বর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement