লন্ডন সফর কাটছাঁট করে বৃহস্পতিবারই বিকেলে কলকাতায় ফিরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে ৪টে নাগাদ দমদম বিমানবন্দরে নেমে সাংবাদিকদের জানালেন, দুর্যোগ মোকাবিলায় রাজ্য সব রকম ব্যবস্থাই নিচ্ছে। জেলা প্রশাসন সতর্ক রয়েছে। পাশাপাশি সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন সাধারণ মানুষদেরও। তিনি জানান, সাম্প্রতিক কালে এই রকম বন্যা পরিস্থিতি হয়নি। ইতিমধ্যেই ২৬ হাজার মানুষকে শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। দুর্গতদের আড়াই লক্ষ ত্রিপল দেওয়া হয়েছে। ২৬ হাজার টাকার ত্রাণ সামগ্রী কেনা হয়েছে।
রাজ্যে ঘূর্ণিঝড় ও বন্যার খবর পাওয়ার পরেই লন্ডন সফর মাঝপথেই কাটছাঁট করে দেন তিনি। ৩০ জুলাই রাতে লন্ডন ছাড়ার কথা ছিল তাঁর। কিন্তু দুর্যোগের খবর পেয়ে বুধবার লন্ডনের স্থানীয় সময় রাত ৯টায় হিথরো বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার উড়ানে তিনি রওনা দেন দিল্লির উদ্দেশে।
দেশ ছাড়ার আগে থেকেই তিনি আবহাওয়ার খোঁজখবর রাখছিলেন। রাজ্যে বন্যা পরিস্থিতির লক্ষণ দেখে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা কমিটিও গড়ে দিয়ে গিয়েছিলেন। লন্ডনে পৌঁছেও সেই যোগাযোগ অবিরাম চলেছে। তিনি জানিয়েছেন, রাজ্যবাসীর পাশে দাঁড়ানোটাই তাঁর প্রধান উদ্দেশ্য। লন্ডনে তাঁর অসমাপ্ত সফরের বাকি সময়টুকুর জন্য রেখে এসেছেন অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র এবং কয়েক জন আমলাকে।