CM

দেশকে বিপদে ফেলে জাপান থেকে শাসাচ্ছে, গুলি করবে? ক্ষিপ্ত মমতা

নোট সঙ্কট ইস্যুতে সাংবাদিক বৈঠক করে মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেনে নিন কেন্দ্রীয় সরকার সম্পর্কে কী কী বলেছেন মুখ্যমন্ত্রী:

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৬ ১৬:৪৩
Share:

—ফাইল চিত্র।

নোট সঙ্কট ইস্যুতে সাংবাদিক বৈঠক করে মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেনে নিন কেন্দ্রীয় সরকার সম্পর্কে কী কী বলেছেন মুখ্যমন্ত্রী:

Advertisement

• ভয় দেখিয়ে কোনও লাভ নেই। জাপানে বসে ভয় দেখাচ্ছে। আমরা ভয় করি না। কী করবে? গুলি করে মারবে?

• কাউকে কিছু পাইয়ে দেওয়ার জন্য কি এটা করা হল? পুরো দেশটাকে অস্থির করে তোলা হয়েছে। এটা একটা ক্রাইম!

Advertisement

• অর্থনৈতিক ভাবে কত ক্ষতি হয়েছে এক দিনে, তার তদন্ত হওয়া উচিত। সুপ্রিম কোর্টের পাঁচ জন কর্মরত বিচারপতিকে দিয়ে এর তদন্ত হওয়া উচিত।

• বিজেপির চেয়ে বেশি কালোটাকা কার রয়েছে?

• আমাদের দেশের মানুষরা কিন্তু খুব বুদ্ধিমান, তারা মেনে নেবেন না। মানুষই জবাব দেবেন।

• স্বাধীনতার ৬৮ বছর পরেও কেন তা হলে দেশের এত গ্রামে এখনও ব্যাঙ্ক বা পোস্ট অফিস তৈরি করতে পারেনি?

• আমরা কিন্তু কালোটাকার বিপক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু ১ শতাংশ মানুষের জন্য কেন সাধারণ মানুষকে কষ্ট দেবে?

• আমরা সবাই হাতে হাত দিয়ে কাজ করছি। দল নির্বিশেষে। সে সিপিএম হোক বা কংগ্রেস বা অন্য কোনও দল।

• সরকার পরিস্থিতি সামলাতে সম্পূর্ণ ব্যর্থ। গরিবের বিরুদ্ধে এই সরকার। এদের সঙ্গে মাটির কোনও যোগ নেই।

• একনায়কতন্ত্র করতে করতে সব কিছুর সীমা ছাড়িয়ে যাচ্ছে। বাচ্চা বিনা চিকিৎসায় মরে যাচ্ছে। ২০০০ টাকার একটা নোট দিয়ে কী করবে? কোথায় ভাঙাবে?

• আসলে পদ্ধতিটাই ভুল। কোনও পরিকল্পনা নেই। অর্থমন্ত্রী বলছেন, এটিএম ঠিক হতে এবং এই সঙ্কট কাটতে এখনও অনেক সময় লাগবে। তা হলে পরিকল্পনাটা হল কোথায়?

• আমার রাজ্যে ৭০০ পঞ্চায়েত রয়েছে, যেখানে কোনও ব্যাঙ্কই নেই। বলছে, সবাই ব্যাঙ্ক থেকে টাকা পেয়ে য়াবে। ওই সব এলাকার গরিব মানুষ কী করে টাকা পাবে?

• যার টাকা আছে, সে ঠিক সরিয়ে দিচ্ছে। ভুগছে শুধু সাধারণ মানুষ।

• বলেছিল, ১৫ লক্ষ টাকা করে ফেরত দেবে সবাইকে। ফেরত দেওয়া তো দূর অস্ত, যা ছিল তাও কেড়ে নিচ্ছে।

• সব লোক নাকি ওদের সমর্থন করছে!

• উত্তরপ্রদেশ আর পঞ্জাবের ভোটের আগে কেন এটা করা হল? উত্তর আছে কোনও? হঠাৎ কেন সার্জিক্যাল স্ট্রাইক করা হল?

• মনে রাখবেন, আমিই প্রথম, যে এর বিরুদ্ধে গলা তুলেছে।

• নতুন নোট ছাপাতে কত টাকা খরচ হল? এ তো সাধারণ মানুষের টাকা!

• পুরো অর্থনীতিটাকে নষ্ট করে দিয়েছে। এই ক’দিনে কোনও বেচাকেনা হয়েছে? কত ক্ষতি হল, কোনও হিসেব আছে?

• বিদেশে বসে (প্রধানমন্ত্রী) দেশে লোককে শাসাচ্ছেন। দেশে যখন জরুরি অবস্থা, তখন তিনি বিদেশে গিয়ে বসে রয়েছেন। মানুষকে নিরাপত্তা দেওয়ার কোনও ব্যাপার নেই।

• চিদম্বরমের সময়ে যা হয়েছিল, তা কিন্তু লোকের কোনও অসুবিধা হয়নি। কিন্তু এটা তো ইচ্ছা করে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করে দেওয়া হল। সার্জিক্যাল অ্যানার্কি হচ্ছে এটা।

• এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের নাম করেও মানুষকে বিভ্রান্ত করেছে।

• এটা কালোটাকার বিরুদ্ধে কোনও অভিযান নয়। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

• ৩১ ডিসেম্বরের পরে নাকি দেখিয়ে দেবে কী করবে। গুলি করবে? বিদেশে গিয়ে জ্ঞানের বাণী দিচ্ছেন প্রধানমন্ত্রী। আর কী করবে? এমনিতেই সবার খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছে।

• অর্থমন্ত্রী জ্ঞান দিচ্ছেন, ‘সংযত হন’। দেশের অর্থনীতিকে সংযত করতে পেরেছেন কি?

• লোকের কি কাজ নেই যে ৮-১০ ঘণ্টা ধরে লাইনে দাঁড়াবে?

• প্রচুর পঞ্চায়েত রয়েছে, যেখানে ব্যাঙ্ক নেই। মানুষের সঙ্গে জালিয়াতি করা হল।

• এর জন্য বেচা-কেনা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। লোকের চাল-ডাল কেনার পয়সা নেই। শ্রমিকরা ভাতা পাচ্ছেন না।

• ব্যাঙ্কে টাকা নেই, এটিএম বন্ধ। যখন পরিকল্পনাই করল, তখন ২ লক্ষ এটিএম বন্ধ কেন? এ বার বলছে নতুন এটিএম তৈরি করতে হবে।

• সাধারণ মানুষকে শাসানো হচ্ছে।

• খুন করল কে? আর সাজা হচ্ছে কাদের?

• ১ শতাংশ লোকের হয়তো কালোটাকা রয়েছে, তার জন্য ৯৯ শতাংশ লোককে হেনস্থা করা হচ্ছে।

• হঠাৎ সিদ্ধান্তে এ সব করা হল। শাসক দলের লোকেরা নাকি জানত।

• এই সিদ্ধান্ত তুলে নেওয়া উচিত।

• কোনও পরিকল্পনা না করে জনগণের উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছে। যত দিন যাচ্ছে লোকের হেনস্থা বাড়ছে।

• কোনও পরিকল্পনা ছাড়া এটা করা হয়েছে। লোক যে টাকা বাঙাবে, তার জন্য পর্যাপ্ত ১০০ টাকার নোট নেই।

• আমি আগেই বলেছিলাম ঠিক হচ্ছে না। তখন কেউ কিছু বলেনি।

আরও পড়ুন: নোটকাণ্ডে ক্রুদ্ধ মমতা লিখলেন কবিতা, পড়ুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement