অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি পিটিআই।
যিশুখ্রিস্টের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের উদ্বোধন করতে যান মমতা। সেখানেই মোদী সরকারের সমালোচনা করে ২৫ ডিসেম্বর জাতীয় ছুটি ঘোষণার দাবি করেন তিনি।
বড়দিন উৎসব গোটা বিশ্ব জুড়ে পালিত হয়। আগে বড়দিন উপলক্ষে ছুটি থাকলেও, বিজেপি সরকার এসে তা বাতিল করে দিয়েছে বলে সোমবার দাবি করেন মমতা। একইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে মমতা প্রশ্ন তোলেন, ‘‘আমি গত বছর বলেছিলাম, আগেই বলেছি কেন যিশুখ্রিস্টের জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করছে না কেন্দ্র? কেন বিজেপি সরকার এটা তুলে দিল?’’ মমতার কথায়, ‘‘প্রত্যেকের নিজস্ব ভাবধারা আছে। খ্রিস্টান ধর্মালম্বী মানুষদেরও রয়েছে। আমরা সেই ভাবধারাকে সম্মান জানিয়ে রাজ্যে ছুটি ঘোষণা করেছি।’’
ক্রিসমাস উৎসবের অনুষ্ঠান অরাজনৈতিক হলেও সেখানে বিজেপি-কে আক্রমণ করতে ছাড়েননি মমতা। নাগরিকত্ব সংশোধিত আইনকে হাতিয়ার করে বিজেপি-কে সরাসরি কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, ‘‘এখন দেশ জুড়ে ঘৃণার রাজনীতি চলছে। আমি এটার নিন্দা করি। বিজেপি দেশকে এক করতে চায় না। ওরা কেবল দেশকে, আইনকে ভাগ করতে চায়।’’
আরও পড়ুন: রাজীব-পার্থ দ্বিতীয় বৈঠকেও ‘অসম্পূর্ণ’ রইল রফাসূত্র, ফের হতে পারে কথা
আরও পড়ুন: সম্মান দেয়নি তৃণমূল, বিজেপি-তে যোগ দিয়ে দাবি কার্তিকের