এই দিনের জন্যই দীর্ঘ অপেক্ষায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
সিঙ্গুরের লড়াইতে সর্বোচ্চ আদালতে বিপুল জয়ের পর আজ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়। জমি অধিগ্রহণ আটকাতে যে জাতীয় সড়কে মঞ্চ বেঁধে দিনের পর দিন ধর্না দিয়েছিলেন বিরোধী নেত্রী মমতা, সেই জাতীয় সড়কেই আজ বিজয়ের সমাবেশ মুখ্যমন্ত্রী মমতার। সভামঞ্চ থেকেই কৃষকদের হাতে জমির দলিল-পড়চা তুলে দেওয়ার আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী। বিপুল আয়োজন সিঙ্গুর-বিজয়ের উদযাপন ঘিরে। সেই মঞ্চ থেকে কী বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখে নিন:
• সিঙ্গুরের মঞ্চ থেকে এক হাজার একর জমি টাটাকে দেওয়ার প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের।
• ‘‘আমি এই মিটিং থেকেই আজ বলে দিয়ে যাচ্ছি। এক মাস সময় দিলাম। একটু ভাবুন। গোয়ালতোড়ে আমার ল্যান্ডব্যাঙ্কে জমি আছে। ১০০০ একর জমি দেব। ভাবুন কারখানা করবেন কি না।’’
• ‘‘ওই জমিতে যদি কেউ গাড়ি কারখানা করতে চান, সে টাটাই হোক বা বিএমডব্লিউ, তা হলে আমাদের শিল্পমন্ত্রী অমিত মিত্রর সঙ্গে যোগাযোগ করুন।’’ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
• ‘‘কৃষি এবং শিল্প, কারও সঙ্গে কারও ঝগড়া নয়।’’
• ‘‘কৃষি এবং শিল্প, দু’জনেই হচ্ছে ভাইবোন।’’
• ‘‘যুব সমাজের প্রতিষ্ঠার জন্য শিল্প চাই।’’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• ‘‘ইচ্ছুক-অনিচ্ছুক সব কৃষককেই আমরা এখন ১০ হাজার টাকা করে দেব, যাতে তাঁরা চাষের সরঞ্জাম কিনে চাষ শুরু করতে পারেন।’’ সিঙ্গুরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• ‘‘যত দিন না জমি চাষযোগ্য করে দিতে পারছি, তত দিন পর্যন্ত ২ টাকা কিলো দরে চাল এবং মাসিক ভাতা দেওয়া চলবে।’’
• ‘‘এখন আমরা কৃষকের জমি ফেরত দেব। তার পর কৃষক যদি চাষ করতে চান, তা হলে সব রকম ভাবে সাহায্য করব।’’
• ‘‘কথা দিয়েছিলাম, জমি ফিরিয়ে দেব। কথা রাখতে পেরেছি। এটা আজকে সবচেয়ে বড় জয়।’’
• ‘‘সিঙ্গুরের জমি আন্দোলন সারা পৃথিবীর জমি আন্দোলনের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে।’’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• ‘‘আজ খুব মনে পড়ছে মহাশ্বেতা দেবীর কথা। আজ যদি তিনি বেঁচে থাকতেন, তা হলে তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন।’’
• ‘‘আন্দোলনের সেই দিনগুলোর কথা কোনও দিন ভুলব না।’’
• সিঙ্গুরের মঞ্চে ভাষণ শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
• সিঙ্গুরের সভামঞ্চ থেকে ভাষণ দিচ্ছেন মেধা পাটকর।
• মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসায় মেধা পাটকর। ‘‘গরিব মানুষের জমি লুঠ করার যে চেষ্টা হয়েছিল, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার বিরুদ্ধে ঐতিহাসিক জয় হয়েছে।’’ বললেন মেধা।
• রাজ্যের জমি আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দোলা সেন, পূর্ণেন্দু বসু, শুভেন্দু অধিকারী, পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বের প্রশংসায় মেধা।
• শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী, কবীর সুমন, দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের ভূমিকারও প্রশংসা করলেন মেধা পাটকর।
• ‘‘আমি নিজে যত জনকে পারব, তত জনকে পড়চা আর চেক দিয়ে যাব। আমি চলে যাওয়ার পর আমার ১০ জন মন্ত্রী থাকবেন। তাঁরা পড়চা ও ক্ষতিপূরণের চেক কৃষকদের হাতে তুলে দেবেন।
• আনুষ্ঠানিক ভাবে কৃষকদের জমি ফেরত দেওয়ার কাজ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি কৃষক পরিবারের হাতে জমির পড়চা তুলে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই।
• যে কৃষকরা জমির ক্ষতিপূরণ নেননি, তাঁদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়াও শুরু হল। মুখ্যমন্ত্রী নিজেই চেক তুলে দেওয়ার কাজের সূচনা করলেন।
• মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সিঙ্গুরের মঞ্চে গান গাইলেন প্রতুল মুখোপাধ্যায়। গান গাইলেন কবীর সুমনও।
• বিদ্বজ্জন, শিল্পী, সমাজকর্মী, মানবাধিকার কর্মীরা উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে।
• মেধা পাটকর, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন, প্রতুল মুখোপাধ্যায়, কবীর সুমন, শাওলী মিত্র, দেব প্রমুখ রয়েছেন মুখ্যমন্ত্রীর সভামঞ্চে।
• মঞ্চে উপস্থিত রাজ্য মন্ত্রিসভার সদস্যরা, উপস্থিত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
• মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুরে স্বাগত জানিয়ে ভাষণ দিলেন হুগলির জেলাশাসক সঞ্জয় বনসল।
• সভামঞ্চে পৌঁছলেন মুখ্যমন্ত্রী।
• সিঙ্গুর পৌঁছলেন মুখ্যমন্ত্রী।
• সিঙ্গুরের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। আর অল্প ক্ষণের মধ্যেই সভাস্থলে পৌঁছবেন মুখ্যমন্ত্রী।
• আজ দেড় ঘণ্টা সিঙ্গুরে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪০ মিনিট ভাষণ দেবেন তিনি। তার পর আনুষ্ঠানিক ভাবে জমি ফেরত দেওয়ার সূচনা করবেন।
• সিঙ্গুর কৃষিজমি রক্ষা কমিটি মিছিল নিয়ে সভাস্থলে যাচ্ছে।
• বেড়াবেড়ি, খাসেরভেড়ি হয়ে টাটার প্রকল্প এলাকার মধ্যে দিয়ে সভাস্থলে ঢুকছে কৃষিজমি রক্ষা কমিটির মিছিল।
• সিঙ্গুরের উদ্দেশে রওনা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• সিঙ্গুরের সভামঞ্চে লোকশিল্পী, বাউলদের নিয়ে শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। বহু মানুষ এখনও সভাস্থলের পথে।
• মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে একের পর এক মিছিল ঢুকছে সভাস্থলে। বিপুল জনসমাগম প্রত্যাশিত।
• মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে বিপুল আয়োজন সিঙ্গুরে। ৮০ ফুট লম্বা মঞ্চে অন্তত ৩০০ অতিথির বসার আয়োজন।
• ৯১১৭টি প্লটের পড়চা আজ তুলে দেওয়া হবে কৃষকদের হাতে। তুলে দেওয়া হবে ক্ষতিপূরণের চেকও।