West Bengal

বহরমপুরে দাঁড়িয়ে নাম না করে অধীর চৌধুরীকে তোপ মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদ জেলা পরিষদ আর বহরমপুর পুরসভা কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা আজ বহরমপুরে। প্রদেশ কংগ্রেস সভাপতির খাসতালুকে দাঁড়িয়ে জেলার মানুষকে কী বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী? দেখুন লাইভ:

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৩৯
Share:

—ফাইল চিত্র

মুর্শিদাবাদ জেলা পরিষদ আর বহরমপুর পুরসভা কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা আজ বহরমপুরে। প্রদেশ কংগ্রেস সভাপতির খাসতালুকে দাঁড়িয়ে জেলার মানুষকে কী বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী? দেখুন লাইভ:

Advertisement

• মুর্শিদাবাদের পড়ুয়ারা বিশ্বের সেরা হয়ে উঠুক, তেমনটাই চান তিনি। জানালেন মুখ্যমন্ত্রী।

• কন্যাশ্রী, সবুজসাথী সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় মুর্শিদাবাদের পড়ুয়াদের ঢালাও সহায়তা করার ঘোষণা মুখ্যমন্ত্রীর।

Advertisement

• ‘গরু পাচার বন্ধ করতে হবে মুর্শিদাবাদ জেলায়।’

• ‘এই জেলার ঐতিহাসিক অবদান রয়েছে। মুর্শিদাবাদ জেলায় উন্নয়নে জোর দেবে রাজ্য সরকার।’

• মুর্শিদাবাদের জন্য ঢালাও প্যাকেজ ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• প্রতি বছর কান্দি মহকুমায় বন্যা হওয়া রুখতে কান্দি মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দ।

• কান্দি মাস্টার প্ল্যানে ৩৭৫ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

• নাম না করে অধীর চৌধুরীকে তীব্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়।

• ‘শুধু মমতাকে কটাক্ষ করলে হবে না, আমি যে পরিমাণ কাজ করি তার এক শতাংশ আগে করে দেখান’, চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী।

• অধীরের জেলা দখল করার পর সেখানে ঢালাও উন্নয়নের প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

• জেলায় তিনটি মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী।

• মুর্শিদাবাদে কোনও উন্নয়ন হয়নি, এত দিন শুধু রাজনীতি হয়েছে। বললেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement