TMC

Mamata Bnerjee: পড়ুয়াদের ফেরা নিয়ে মোদীকে কটাক্ষ মমতার

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য পাল্টা আঙুল তুলেছেন রাজ্য সরকারের দিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ০৬:৪৮
Share:

ফাইল চিত্র।

ইউক্রেন থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের ফেরাতে কেন্দ্রীয় সরকার সময় মতো সিদ্ধান্ত নিতে না পারায় পরিস্থিতি জটিল হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলেন, ‘‘তিন মাস আগে থেকেই পরিস্থিতি বোঝা যাচ্ছিল। তা-ও প্রবাসী ছাত্রছাত্রীদের ফেরাতে আগে তৎপর হল না কেন্দ্রীয় সরকার। তা করা হলে ছাত্রছাত্রীদের বাঙ্কারে থাকতে হত না।’’ এই প্রসঙ্গে খাবার কিনতে বেরিয়ে রুশ হানায় নিহত কর্নাটকের ছাত্রের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। বারাণসীতে নির্বাচনী প্রচারে যাওয়ার আগে মমতার কটাক্ষ, ‘‘প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। অথচ যুদ্ধক্ষেত্রে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। তা না করে ভাষণ দিচ্ছেন!’’ ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে তাঁকে পাঠানো হলে তিনি যেতে রাজি বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

Advertisement

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য পাল্টা আঙুল তুলেছেন রাজ্য সরকারের দিকে। তিনি বলেন, ‘‘করোনার সময়ে বাইরে থেকে পরিযায়ী শ্রমিকদের আনার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? দিল্লির দাঙ্গা থেকে চোখ ঘোরাতে করোনার তত্ত্ব তোলা হয়েছে, এ কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে ভাবেননি। কেন্দ্রীয় সরকার ইউক্রেন থেকে ছাত্রদের ফেরানোর জন্য তৎপর। চেষ্টা চলছে।"

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement