—ফাইল চিত্র।
দেশের অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড এবং সব অস্ত্র কারখানা বিলগ্নিকরণের দিকে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। এই পরিকল্পনা থেকে বিরত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ জুলাই মোদীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন, দেশের সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত রূপায়ণ থেকে বিরত থাকা উচিত।
মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে লিখেছেন, অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের সদর দফতর কলকাতায়। দেশের প্রতিরক্ষার চতুর্থ স্তম্ভ। ১৭৭৫ সালে তৈরি এই প্রতিষ্ঠানের ৪১টি কারখানা এবং ন’টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সব মিলিয়ে অফিসার ও কর্মী আছেন এক লক্ষ ৬০ হাজার। সশস্ত্র বাহিনীর জওয়ানেরা এই প্রতিষ্ঠানে তৈরি অস্ত্র নিয়েই সীমান্ত পাহারা দেন। মুখ্যমন্ত্রী এর পাশাপাশি প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘জাতীয় প্রতিরক্ষার এই গুরুত্বপূর্ণ স্তম্ভের বেসরকারিকরণের চেষ্টা চলছে জেনে যারপরনাই মর্মাহত ও বিস্মিত হয়েছি। বিলগ্নিকরণ নিয়ে রাজ্যের সঙ্গে কথা হয়নি। এমনকি রাজ্যকে বিষয়টি জানানোই হয়নি।’
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।