বৌদি কাজরীর প্রচারে সুব্রত ফাইল চিত্র
বুকের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই সুব্রত বন্দ্যোপাধ্যায় (গণেশ )। তাঁকে দেখতে রবিবার বিকেলে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজ নেন মমতা।
হাসপাতাল সূত্রে খবর, বুকের সমস্যা নিয়ে কার্ডিয়োলজি বিভাগে ভর্তি আছেন সুব্রত। আইসিইউ-তে চিকিৎসা চলছে তাঁর।
বেশ কয়েক দিন ধরেই বুকে ব্যথা হচ্ছিল সুব্রতের। এসএসকেএম হাসপাতালের চিকিৎসক সরোজ মণ্ডল-সহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীর ভাইকে দেখছেন। সোমবার তাঁর শারীরিক অবস্থার বিষয়টি আরও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
সরোজ মণ্ডল বলেন, ‘‘ওঁর বুকে ব্যথা হচ্ছিল। পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত উনি স্থিতিশীল।’’
৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী বৌদি কাজরী বন্দ্যোপাধ্যায়ের হয়ে সম্প্রতি প্রচারে নেমেছিলেন সুব্রত। পুরভোট নিয়ে এমনিতেই যথেষ্ট ব্যস্ত তিনি। দল তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্বও দিয়েছে।
সুব্রত জয় হিন্দ বাহিনীর আহ্বায়ক। তৃণমূলের পুরভোটের প্রচারে সামনের সারিতেও রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, শনিবার থেকে কিছু সমস্যা অনুভব করেছিলেন তিনি। রবিবার বিকেলে হঠাৎ বুকে ব্যথা হওয়ায় আর দেরি করেননি। সঙ্গে সঙ্গেই তাঁকে এসএসকেএম-এ ভর্তি করানো হয়।