—ফাইল চিত্র।
সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার মতো নির্বাচন কমিশন নিয়োগে ‘কলেজিয়াম’ চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিন কমিশনার নিয়োগে যে মনোনয়ন ব্যবস্থা রয়েছে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে তৃণমূলনেত্রীর। এই দাবি জানিয়ে শুক্রবার তিনি বলেন, ‘‘কংগ্রেস সহ সব বিরোধী দলের এই দাবিতে আন্দোলন শুরু করা উচিত।’’
এবারের লোকসভা ভোট চলাকালীনই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলনেত্রী। বিশেষ করে এ রাজ্যে নির্বাচন পরিচালনায় কমিশন যে ‘ব্যতিক্রমী’ অবস্থান নিয়েছিল, প্রকাশ্যেই তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার কমিশনের সদস্য নিয়োগের প্রক্রিয়া বদলের দাবিও তুললেন তিনি। বিপুল পরিমাণ অর্থের ব্যবহারে এবারের নির্বাচন কলঙ্কিত হয়েছে, এই অভিযোগ করেই মমতা বলেন, ‘‘তিন জন মনোনীত সদস্যের হাতে নির্বাচনের পূর্ণ ক্ষমতা থাকার বিষয়টি আমি সমর্থন করি না। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে যদি কলেজিয়াম ব্যবস্থা থাকতে পারে তবে এক্ষেত্রে নয় কেন?’’ মুখ্যমন্ত্রীর এই দাবির প্রতিক্রিয়ায় রাজ্য নির্বাচন কমিশনকে সামনে রেখে পাল্টা চাপ দিয়েছে বিজেপি। রাজ্য দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘এই ব্যবস্থায় রাজ্য নির্বাচন কমিশন গঠন করে দেশকে পথ দেখান মুখ্যমন্ত্রী।’’
এই প্রসঙ্গে এদিনও ইভিএম নিয়ে তাঁর সন্দেহের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভোটের আগে কোন ব্যাঙ্কে, কার অ্যাকাউন্টে কত টাকা লেনদেন হয়েছে দেখা হোক। সব দলকে এ ব্যাপারে তথ্য অনুসন্ধান করতে হবে। ২০ লক্ষ ইভিএমের খোঁজ নেই। ৩০ শতাংশ যন্ত্র কাজ করেনি। এ সব দেখা দরকার। নির্বাচন কমিশনের সামনে যৌথভাবে আন্দোলন শুরু করতে হবে।’’