Mamata Banerjee

উচ্চতর অবস্থানে নিয়ে যাব বাংলাকে, মুখ্যমন্ত্রী পদে ১০ বছর পূর্তিতে ঘোষণা মমতার

২০১১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পর ওই বছর ২০ মে প্রথম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২১ ১৩:৪৭
Share:

তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে শপথ মমতার। নিজস্ব চিত্র।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ১০ বছর আগে এই তারিখেই শপথ নিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারের এক দশক পূর্তির দিনে বৃহস্পতিবার রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন।

Advertisement

টুইটারে মমতা লিখেছেন, ‘১০ বছর আগে এই দিনেই প্রথম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলাম। পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার পাশাপাশি রাজ্যের উন্নয়নের লক্ষ্যে নতুন পথে যাত্রা শুরু করেছি। আমার প্রতি অবিচল আস্থা এবং আশীর্বাদের জন্য মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাকে উচ্চতর অবস্থানে পৌঁছে দেব’।

প্রসঙ্গত, ২০১১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পর ওই বছর ২০ মে প্রথম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মমতা। এরপর ২০১৬ সালে দ্বিতীয় বার এবং গত ৫ মে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement