ফাইল চিত্র।
কৃষি আইন বদলের দাবিতে ডাকা ৮ ডিসেম্বরের দেশব্যাপী বন্ধে নৈতিক সমর্থন জানাল তৃণমূল। শনিবার কলকাতায় অকালি দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় এ কথা জানিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই আন্দোলনকে সামনে রেখে বিজেপির বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলির সঙ্গে তৃণমূল ঐক্য চাইছে বলেও জানিয়েছেন তিনি। তবে পথে নেমে বন্ধ করবে না তৃণমূল।
কৃষি আইনের বিরোধিতায় আগামী সপ্তাহেই টানা দিনের কর্মসূচি নিয়েছে তৃণমূল। শুক্রবার দলীয় বৈঠকে এই কর্মসূচি ঘোষণা করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কর্মসূচির শেষদিন ১০ ডিসেম্বর ধর্মতলার সমাবেশে অংশ নেবেন তিনিও। তার আগে এদিন অকালি দলের সহ সভাপতি প্রেম সিংহ চন্দুমজরার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেতারা। সেই বৈঠকেই দলের অবস্থানের কথা জানিয়েছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপবাবু।
দিল্লি- হরিয়ানা সীমানার সিংঘুতে অবস্থানরত কৃষকদের সঙ্গে আগেই যোগাযোগ করে তৃণমূল। দলের তরফে শুক্রবার ডেরেক ও’ব্রায়েনকে কৃষকদের বিক্ষোভে পাঠিয়েছিলেন মমতা। তাঁদের আন্দোলনে সমর্থন জানিয়ে ফোনে কৃষক নেতাদের সঙ্গে কথাও বলেন তৃণমূলনেত্রী। ইতিমধ্যেই কৃষক আন্দোলনকে সামনে রেখে ঐক্য তৈরির লক্ষ্যে তেলেঙ্গানা ও দিল্লির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথাও বলেছেন মমতা।
এ দিকে কলকাতায় গাঁধীমূর্তির পাদদেশে কৃষি আইনের বিরোধিতায় ৮, ৯ ও ১০ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। দলের কৃষক সংগঠনের তরফে সব জেলা থেকে সমর্থকদের কর্মসূচিতে হাজির হতে বলা হয়েছে।