Amit Shah

শাহকে কটাক্ষ মমতার

শাহর নাম না করে তাঁকে কটাক্ষও করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ০২:২৭
Share:

অমিত শাহকে নিশানা মমতার।—ফাইল চিত্র।

দিল্লির ভোটে বিজেপির বিপর্যয় নিয়ে অমিত শাহের ব্যাখ্যাকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারও নাম না করে মমতার মন্তব্য, ‘‘এখন আর ও সব বলে লাভ কী? আফটার ডেথ কামস দি ডক্টর!’’ দিল্লির বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পরে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বৃহস্পতিবার কবুল করেছেন, গুলি করার হুমকি-সহ তাঁর দলের নেতাদের নানা কুকথার খেসারত হয়তো দিতে হয়েছে। বিধানসভায় শুক্রবার মমতা নিজের বক্তৃতায় শাহিনবাগ এবং জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিচালনার ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ‘‘এখন একটা নতুন কায়দা হয়েছে। হঠাৎ করে গুলি করে দিয়ে চলে যাচ্ছে। আর বলছে, বুলি নেহি চলেগা। গোলি চলেগা।’’ সেই সূত্রেই তিনি শাহর নাম না করে তাঁকে কটাক্ষও করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement